Which is the opposite of Resolution?
A
Hesitancy
B
Hasty
C
Decision
D
Inform
উত্তরের বিবরণ
The correct answer: ক) Hesitancy
-
Hesitancy (noun): সিদ্ধান্তহীনতা
Resolution (noun):
-
English Meaning: If you make a resolution, you promise to yourself to do or not to do something.
-
Bangla Meaning: (Uncountable noun) দৃঢ়তা; সংকল্পে অটলতা অথবা সাহসিকতা; সিদ্ধান্ত
Synonyms:
-
Aim (লক্ষ্য)
-
Aspiration (আকাঙ্ক্ষা)
-
Pledge (অঙ্গীকার)
-
Decision (সিদ্ধান্ত)
-
Judgment (রায়)
Antonyms:
-
Irresolution (অস্থিরমতিত্ব)
-
Continuation (অনুবর্তন)
-
Prolonging (দীর্ঘায়িত করা)
-
Hesitancy (সিদ্ধান্তহীনতা)
-
Refusal (প্রত্যাখ্যান)
Other Forms:
-
Resolute (adjective) — দৃঢ়সংকল্প; অটল
Example Sentences:
-
The United Nations passed (= voted to support) a resolution to increase aid to developing nations.
-
I've made a resolution to exercise three times a week.
Other options (incorrect):
-
Hasty (adj) - দ্রুতগতি; ত্বরিত
-
Inform - জানানো; জ্ঞাপন করা
Source:
-
Live MCQ Lecture
-
Accessible Dictionary

0
Updated: 1 month ago
Antonym of Refractory -
Created: 1 month ago
A
Subservient
B
Stubborn
C
Obstinate
D
Tenacious
Refractory (adjective)
English Meaning: Difficult to control; unwilling to obey.
Bangla Meaning:
একগুঁয়ে; অবাধ্য – as refractory as a mule; (রোগব্যাধি) দুশ্চিকিৎস্য; দুরারোগ্য।
(পদার্থ, বিশেষত ধাতু) গলানো বা শিল্পের উপকরণ হিসেবে ব্যবহার করতে দুরূহ; দুর্গল; অবশ্য।
Synonyms: Stubborn (একগুঁয়ে; জেদি), Disobedient (অবাধ্য), Unmanageable (নিয়ন্ত্রণের অযোগ্য), Obstinate (অনড়), Tenacious (অনমনীয়)
Antonyms: Obedient (আজ্ঞানুবর্তী; বাধ্য), Manageable (নিয়ন্ত্রণসাধ্য), Subservient (অধীনস্ত), Loyal (আজ্ঞাবহ), Subordinate (অধস্তন)
Example Sentences:
A refractory child is very hard to control.
The patient died of refractory heart failure one month later.

0
Updated: 1 month ago
What is the opposite of ‘Pacify’?
Created: 6 days ago
A
Deny
B
Appease
C
Gratify
D
Anger
‘Pacify’ শব্দটির বিপরীতার্থক (antonym) হলো ‘Anger’। কারণ Pacify মানে হলো শান্ত করা বা প্রশমিত করা, আর Anger বোঝায় রাগ বা ক্রুদ্ধ করা—যা সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে।
• Pacify (Verb):
-
English Meaning: to allay the anger or agitation of; to soothe or calm down.
-
Bangla Meaning: শান্ত করা, প্রশমিত করা, রাগ বা অশান্তি দূর করা, সহিংসতা বা বিদ্রোহের অবসান ঘটানো।
-
Example: The teacher tried to pacify the angry student.
• দেওয়া অপশনগুলোর অর্থ:
-
(ক) Deny: সত্য বলে স্বীকার না করা; অস্বীকার করা।
-
(খ) Appease: শান্ত বা প্রশমিত করা; মেটানো।
-
(গ) Gratify: খুশি করা, সন্তুষ্ট করা।
-
(ঘ) Anger: ক্রোধ, রাগ, ক্রুদ্ধ করা, রাগানো।
• বিশ্লেষণ:
-
‘Pacify’ মানে হলো রাগ কমানো বা প্রশমিত করা,
-
আর ‘Anger’ মানে হলো রাগ সৃষ্টি করা বা ক্রুদ্ধ করা।
-
অর্থাৎ, একটির কাজ হলো calm করা, অন্যটির কাজ provoke করা—এ কারণে দুটো শব্দ একে অপরের বিপরীতার্থক।
-
অন্য অপশনগুলো (Deny, Appease, Gratify) অর্থের দিক থেকে Pacify-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ বা সম্পর্কহীন, বিপরীত নয়।
• অতিরিক্ত ভাষাগত তথ্য:
-
Pacify শব্দটি এসেছে Latin শব্দ pacificare থেকে, যার অর্থ “to make peace”।
-
এর সমার্থক শব্দগুলো হলো: calm, soothe, appease, placate, mollify, comfort, tranquilize।
-
এর বিপরীতার্থক শব্দগুলো হলো: anger, enrage, irritate, provoke, inflame, agitate।
-
উদাহরণ:
-
Her words pacified him after the argument.
-
His rude behavior angered everyone in the room.
-

0
Updated: 6 days ago
The antonym of the word "Jumbled" is -
Created: 3 weeks ago
A
Scrambled
B
Disorderly
C
Neat
D
Garrulous
Jumbled (Verb & Noun)
-
English Meaning: An untidy and confused mixture of things, feelings, or ideas
-
Bangla Meaning: তালগোল পাকানো; মিশ্রিত করা বা হওয়া
-
Synonyms:
-
Scrambled: এলোমেলোভাবে গুছানো বা হামাগুড়ি দিয়ে আরোহণ করা
-
Disorderly: উচ্ছৃঙ্খল; অরাজক; বিশৃঙ্খল
-
Variegated: বিভিন্ন রঙের এলোমেলো ছোপযুক্ত; চিত্রবিচিত্র
-
-
Antonyms:
-
Arranged: সাজানো; গোছানো
-
Neat: পরিপাটি; পরিচ্ছন্ন; ফিটফাট
-
Organized: সুবিন্যস্ত
-
-
Example Sentences:
-
His papers were all jumbled on the desk.
-
Her thoughts were so jumbled that she couldn't speak clearly.
-
-
Other Option:
-
Garrulous: বাচাল
-

0
Updated: 3 weeks ago