"A man of letters" refers to:
A
A postman
B
A secret agent
C
A scholar or writer
D
A person who loves alphabets
উত্তরের বিবরণ
Idiom: A man of letters
-
English Meaning: A male scholar or author; a man, usually a writer, who knows a lot about literature.
-
Bangla Meaning: পণ্ডিত / বিদ্বান / লেখক
Other Options:
-
ক) A postman – চিঠি বিতরণকারী, সাহিত্য বা শিক্ষার সঙ্গে সম্পর্ক নেই
-
খ) A secret agent – কোনো সম্পর্ক নেই
-
ঘ) A person who loves alphabets – বিভ্রান্তিকর, আসল অর্থ নয়
Example Sentence:
-
Dr. Shahidullah was a man of letters.
-
ড. শহীদুল্লাহ একজন পণ্ডিত / বিদ্বান ব্যক্তি ছিলেন।
-
Correct Answer: A scholar or writer
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
What does Ulysses say about pausing or making an end?
Created: 1 month ago
A
It is noble
B
It is dull
C
It is rewarding
D
It is wise
ইউলিসিস বলেন: “How dull it is to pause, to make an end”। অর্থাৎ, জীবনের যাত্রা থামানো বা শেষ করে দেওয়া তাঁর কাছে নিরস ও অর্থহীন। তিনি মনে করেন, মানুষকে সর্বদা চলতে হবে, নতুন কিছু অর্জন করতে হবে। থেমে যাওয়া মানে মরিচা ধরা লোহার মতো অকেজো হওয়া। এই লাইন তাঁর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি প্রকাশ করে—যেখানে কর্ম, অভিজ্ঞতা ও সংগ্রামই আসল।

0
Updated: 1 month ago
Who is Colonel Fitzwilliam in relation to Darcy?
Created: 1 month ago
A
Cousin
B
Brother
C
Uncle
D
Family friend
Colonel Fitzwilliam Darcy-র কাজিন। তিনি Elizabeth-এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। তিনি-ই Elizabeth-কে জানান Darcy কিভাবে Bingley-এর সঙ্গে Jane-এর সম্পর্ক ভেঙে দেয়। এতে Elizabeth Darcy-র প্রতি আরও রাগান্বিত হয়। তবে Fitzwilliam নিজে ভদ্র, সহানুভূতিশীল ও সমাজে সম্মানিত ব্যক্তি। তার উপস্থিতি Darcy-র কঠোর স্বভাবের বিপরীতে এক মৃদু প্রতিচ্ছবি তৈরি করে।

2
Updated: 1 month ago
Who wrote The Second Coming?
Created: 1 month ago
A
Robert Frost
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
William Butler Yeats
The Second Coming
-
লেখক: William Butler Yeats
-
ধরণ: Two-stanza blank verse poem
-
বিষয়: ভবিষ্যদ্বাণীমূলক কবিতা, বিশ্বযুদ্ধ পরবর্তী বিশৃঙ্খলা ও সভ্যতার অনিশ্চয়তা
William Butler Yeats
-
Irish poet, playwright, writer
-
আধুনিক ইংরেজি সাহিত্যের প্রধান ব্যক্তিত্ব
-
আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত
-
জন্মভূমির প্রতি ভালোবাসা তার কবিতায় প্রতিফলিত
-
Ireland-এর National Poet
-
Nobel Prize in Literature: 1923 (প্রথম Irish)
Notable Poems:
-
No Second Troy
-
The Second Coming
-
A Prayer for My Daughter
-
The Tower, Easter 1916
-
September 1913
-
The Stolen Child
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
The Man Who Dreamed of Fairyland
-
An Irish Airman Foresees His Death

0
Updated: 1 month ago