"Read between the lines" এর অর্থ কী?
A
To analyze the grammar of the text
B
To enjoy reading silently
C
To understand the hidden meaning
D
To read the lines in reverse order
উত্তরের বিবরণ
"Read between the lines" → To understand the hidden meaning
-
English Meaning: Look for or discover a meaning that is implied rather than explicitly stated.
-
Bangla Meaning: ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া।
Example Sentence:
-
Read between the lines, so that you won't miss anything important.
-
Bangla Meaning: মনোযোগের সাথে অধ্যয়ন করে অন্তর্নিহিত অর্থ বোঝবার চেষ্টা করো, যেন গুরুত্বপূর্ণ কিছু তোমার কাছ থেকে ছুটে না যায়।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
The cat jumped ______ the pool to catch the fish.
Created: 1 month ago
A
in
B
at
C
on
D
into
Correct Answer: Into
Example Sentence:
-
The cat jumped into the pool to catch the fish.
-
বাংলা অর্থ: "বিড়ালটি মাছ ধরতে পুকুরের ভিতরে ঝাঁপিয়ে পড়ল।"
ব্যাখ্যা:
-
Into ব্যবহৃত হয় যখন কোনো স্থানের ভিতরে প্রবেশ (entry/movement) বোঝানো হয়।
-
বাক্যে "jumped" একটি movement নির্দেশ করছে যা পুকুরের অভ্যন্তরে প্রবেশ করছে।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
ক) in: স্থির অবস্থান (static position) বোঝায়
-
গ) at: নির্দিষ্ট বিন্দু বা লক্ষ্য (specific point/target) বোঝায়
-
ঘ) on: কোনো পৃষ্ঠতলের উপরে অবস্থান (on a surface) বোঝায়

0
Updated: 1 month ago
What does "loose cannon" mean?
Created: 2 weeks ago
A
Become ridiculed by others
B
An unpredictable or uncontrollable person
C
Exactly what is needed
D
A predictable person
Loose cannon means an unpredictable or uncontrollable person.
Loose cannon
-
Bangla Meaning: অপ্রত্যাশিত; নিয়ন্ত্রণের বাইরে।
-
English Meaning: someone who behaves in an uncontrolled or unexpected way.
Correct Option:
-
(খ) An unpredictable or uncontrollable person
-
Translation: একজন অপ্রত্যাশিত অথবা নিয়ন্ত্রণের বাইরে থাকা মানুষ।
-
Other options:
-
(ক) Become ridiculed by others – অন্যদের দ্বারা হাসির পাত্র হওয়া।
-
(গ) Exactly what is needed – একেবারেই যা প্রয়োজন।
-
(ঘ) A predictable person – একজন অনুমানযোগ্য মানুষ।

0
Updated: 2 weeks ago
Misanthropist means-
Created: 2 months ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believe that God is in everything
Misanthropist (বিশেষ্য)
ইংরেজি অর্থ: এমন একজন ব্যক্তি যিনি মানবসমাজকে ঘৃণা করেন এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলেন।
বাংলা অর্থ: যিনি মানবজাতিকে অপছন্দ করেন; সমাজ থেকে দূরে থাকা ব্যক্তি; নরবিদ্বেষী বা মানববৈরী।
সমার্থক শব্দ:
-
Cynic (চিরবিরক্ত),
-
Grouch (খারাপ মেজাজের ব্যক্তি),
-
Recluse (একাকী জীবনযাপনকারী, সন্ন্যাসী)।
বিপরীত অর্থের শব্দ:
-
Optimist (আশাবাদী ব্যক্তি),
-
Positivist (বস্তুবাদী),
-
Sentimentalist (ভাবপ্রবণ ব্যক্তি)।
অন্যান্য রূপ:
-
Misanthropic (বিশেষণ) — নরবিদ্বেষপূর্ণ।
-
Misanthropy (বিশেষ্য, অগণনীয়) — নরবিদ্বেষ বা মানববৈরিতা।
অন্য কিছু উদাহরণ:
-
স্বল্পদৃষ্টির অধিকারী ব্যক্তি — পক্ষপাতদুষ্ট।
-
যিনি নারীদের সাথে ফ্লার্ট করেন — নারীবিদ্রোহী।
-
যিনি বিশ্বাস করেন ঈশ্বর সর্বত্র বিরাজমান — সার্বভৌমবাদী (pantheist)।
উৎস: Live MCQ Lecture

0
Updated: 2 months ago