A
To analyze the grammar of the text
B
To enjoy reading silently
C
To understand the hidden meaning
D
To read the lines in reverse order
উত্তরের বিবরণ
"Read between the lines" → To understand the hidden meaning
-
English Meaning: Look for or discover a meaning that is implied rather than explicitly stated.
-
Bangla Meaning: ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া।
Example Sentence:
-
Read between the lines, so that you won't miss anything important.
-
Bangla Meaning: মনোযোগের সাথে অধ্যয়ন করে অন্তর্নিহিত অর্থ বোঝবার চেষ্টা করো, যেন গুরুত্বপূর্ণ কিছু তোমার কাছ থেকে ছুটে না যায়।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 week ago
Opposite word for LIABILITY:
Created: 4 weeks ago
A
Treasure
B
Debt
C
Assets
D
Property
• LIABILITY
English Meaning: The fact that someone is legally responsible for something: Debt.
Bangla Meaning: দায়; দায়িত্ব; বাধ্যবাধকতা; ঋণ; মোট দেনা।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Treasure
English Meaning:
Bangla Meaning: কোষাগার; স্বর্ণ; রৌপ্য; অলংকার (এর ভাণ্ডার); সম্পদ।
খ) Debt
English Meaning: A sum of money that is owed or due.
Bangla Meaning: ঋণ; দেনা; ধার; কর্জ।
গ) Assets
English Meaning: An item of property owned by a person or company, regarded as having value and available to meet debts, commitments, or legacies; A useful or valuable thing or person;
Bangla Meaning: মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ; ব্যক্তি, কোম্পানি ইত্যাদির মালিকানাধীন যেকোনো বস্তু, যার আর্থিক মূল্য আছে এবং যা বিক্রি করে ঋণ শোধ করা যায়; পরিসম্পদ। মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ
ঘ) Property
English Meaning: A thing or things belonging to someone; possessions collectively.
Bangla Meaning: (সমষ্টিবাচক) বিষয়-সম্পত্তি; সম্পত্তি; বিত্ত; বৈভব।
• সুতরাং,বুঝা যাচ্ছে, Opposite word for LIABILITY: Assets
So, assets are what you own, and liabilities are what you owe. Hence, "Assets" is the opposite of "Liability."
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago
In each of the following questions, out of the given alternative, choose the one that best expresses the meaning of the given word : Sporadic-
Created: 3 weeks ago
A
Consistent
B
Uniform
C
Frequent
D
Scattered
Sporadic (adjective)
English Meaning: কোনো কিছু নির্দিষ্ট ধারা বা নিয়মে না হয়ে মাঝে মাঝে বা এখানে-ওখানে ঘটছে; একটানা নয়; ছড়ানো। যেমন: sporadic firing (বিক্ষিপ্ত গুলি চালানো)।
Bangla Meaning: মাঝে মাঝে ঘটে বা দেখা যায় এমন; বিক্ষিপ্ত।
Synonyms (সমার্থক শব্দ): Occasional (মাঝে মাঝে), Irregular (অনিয়মিত), Intermittent (থেমে থেমে), Scattered (ছড়িয়ে ছিটিয়ে থাকা)
Antonyms (বিপরীতার্থক শব্দ): Frequent (প্রায়ই ঘটে এমন), Regular (নিয়মিত), Steady (অবিচল), Continuous (একটানা), Uniform (একই ধরণের), Consistent (ধারাবাহিক ও নিয়মিত)
Other Forms:
-
Sporadically (adverb) — বিক্ষিপ্তভাবে।
Example Sentence:
-
Later, our contact became more sporadic but we still had occasion to work together every once in a while.
Source: Live MCQ Lecture

0
Updated: 3 weeks ago
What does Refractory mean?
Created: 1 week ago
A
Open to suggestions
B
Easy to treat or heal
C
Difficult to control to obey
D
Willing to follow rules
The correct answer is - গ) Difficult to control; to obey.
Refractory (adjective)
English Meaning: Difficult to control; unwilling to obey.
Bangla Meaning:
-
একগুঁয়ে; অবাধ্য (যেমন: as refractory as a mule)
-
(রোগব্যাধি) দুশ্চিকিৎসা; দুরারোগ্য
-
(পদার্থ, বিশেষত ধাতু) গলানো বা শিল্পের উপকরণরূপে ব্যবহার করতে দুরূহ; দুর্গল; অবশ
Synonyms (সমার্থক শব্দ):
-
Stubborn (একগুঁয়ে; জেদি)
-
Disobedient (অবাধ্য)
-
Unmanageable (নিয়ন্ত্রণের অযোগ্য)
-
Obstinate (অনড়)
-
Tenacious (অনমনীয়)
Antonyms (বিপরীতার্থক শব্দ):
-
Obedient (আজ্ঞানুবর্তী; বাধ্য)
-
Manageable (নিয়ন্ত্রণসাধ্য)
-
Subservient (অধীনস্ত)
-
Loyal (আজ্ঞাবহ)
-
Subordinate (অধস্তন)
Other Forms:
-
Refractory (noun): অবাধ্য ব্যক্তি বা বস্তু
-
Refractorily (adverb): অবাধ্যভাবে
-
Refractoriness (noun): অবাধ্য স্বভাব
Example Sentences:
-
A refractory child is very hard to control.
-
The patient died of refractory heart failure one month later.
Source: Live MCQ Lecture, Accessible Dictionary

0
Updated: 1 week ago