নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
A
(√2 + √3)/2
B
(√2.√3)/2
C
1.5
D
1.8
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
সমাধান:
মূলদ সংখ্যা: যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p, q স্বাভাবিক সংখ্যা এবং q≠0 তাদেরকে মূলদ সংখ্যা বলে।
- শূণ্য, সব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা।
- সব পূর্ণসংখ্যা মূলদ সংখ্যা।
- সব পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন: √16, √36.
- সব পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা।
এখানে
√2 = 1.4142
√3 = 1.7320
√2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা = 1.5
0
Updated: 5 months ago

Created: 2 months ago
A
১০
B
৯
C
৯০
D
১০০
প্রশ্ন:
সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(ক/৯) - (ক/১০) = ১
(১০ক - ৯ক)/৯০ = ১
ক/৯০ = ১
ক = ৯০
0
Updated: 2 months ago
২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
Created: 3 months ago
A
১১টি
B
৯টি
C
৮টি
D
১০টি
প্রশ্ন: ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
সমাধান:
• ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা ১০টি।
• সংখ্যাগুলো হলো: ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১।
• কিন্তু যদি বলা হতো ২ থেকে ৩২ পর্যন্ত মৌলিক সংখ্যা তাহলে ২ অন্তর্ভূক্ত হতো এবং সংখ্যা হতো ১১টি।
0
Updated: 3 months ago
যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = ?
Created: 2 months ago
A
TOXIC
B
STONE
C
OPTIC
D
PRONE
প্রশ্ন: যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = ?
সমাধান:
যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = OPTIC
CRUEL শব্দটিতে,
3 = C
18 = R
21 = U
5 = E
12 = L
অনুরূপভাবে,
15 = O
16 = P
20 = T
9 = I
3 = C
অর্থাৎ নির্ণেয় শব্দটি হবে = OPTIC.
0
Updated: 2 months ago