A
০.৯৬
B
১.৪৮
C
১.৯২
D
১.৫০
উত্তরের বিবরণ
প্রশ্ন: ০.০৩, ০.১২, ০.৪৮ - শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
সমাধান:
ধারাটি একটি গুণোত্তর ধারা এবং এর সাধারণ অনুপাত ৪
১ম পদ = ০.০৩
২য় পদ = ০.০৩ × ৪ = ০.১২
৩য় পদ = ০.১২ × ৪ = ০.৪৮
৪র্থ পদ = ০.৪৮ × ৪ = ১.৯২

0
Updated: 1 week ago
10 টি বইয়ের মধ্য থেকে 5 টি বই কতভাবে বাছাই করা যাবে যেখানে 2 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে?
Created: 1 week ago
A
42
B
56
C
84
D
112
গণিত
অঙ্কবাচক সংখ্যা
মানসিক দক্ষতা (Mental skills)
সংখ্যা পদ্ধতি (Number System)
No subjects available.
প্রশ্ন: 10 টি বইয়ের মধ্য থেকে 5 টি বই কতভাবে বাছাই করা যাবে যেখানে 2 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে?
সমাধান:
যেহেতু 2 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে তাই মোট সংখ্যা হবে = (10 - 2) = 8 টি
এখন,
8 টি বইয়ের মধ্য থেকে 5 টি বই বাছাই করার উপায় সংখ্যা,
= 8C5
= 8!/{5! × (8 - 5)!}
= 8!/(5! × 3!)
= (8 × 7 × 6 × 5!)/(5! × 3!)
= (8 × 7 × 6)/(3 × 2)
= 56

0
Updated: 1 week ago
প্রশ্নবোধক স্থানের জন্য কোন চিত্রটি হবে?
Created: 2 weeks ago
A
1
B
2
C
3
D
4
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের জন্য কোন চিত্রটি হবে?
সমাধান:
প্রথম চিত্রে ত্রিভুজের অবস্থান বৃত্তের ভেতর।
এবং দ্বিতীয় চিত্রে এর বিপরীত। অর্থাৎ বৃত্তের অবস্থান ত্রিভুজের ভেতর।
এই অনুক্রমে,
তৃতীয় চিত্রে ষড়ভুজের অবস্থান চতুর্ভুজের মধ্যে।
∴ চতুর্থ চিত্রে চতুর্ভুজের অবস্থান হবে ষড়ভুজের মধ্যে।
যা (3) নং অপশনের অনুরূপ।

0
Updated: 2 weeks ago
যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = ?
Created: 2 weeks ago
A
TOXIC
B
STONE
C
OPTIC
D
PRONE
প্রশ্ন: যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = ?
সমাধান:
যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = OPTIC
CRUEL শব্দটিতে,
3 = C
18 = R
21 = U
5 = E
12 = L
অনুরূপভাবে,
15 = O
16 = P
20 = T
9 = I
3 = C
অর্থাৎ নির্ণেয় শব্দটি হবে = OPTIC.

0
Updated: 2 weeks ago