Which of the following best captures the most accurate meaning of the word "Candid"?
A
Secretive and strategic
B
Open, honest, and straightforward
C
Polished and rehearsed
D
Evasive and guarded
উত্তরের বিবরণ
Word: Candid
Part of Speech: Adjective
Meaning:
-
English: Truthful, honest, and straightforward; frank in expressing opinions or feelings, even if uncomfortable.
-
Bangla: খোলামেলা; অকপট; সোজাসাপ্টা।
Usage/Examples:
-
She was candid about the challenges she faced in her career.
→ সে তার ক্যারিয়ারে যে সমস্যার মুখোমুখি হয়েছিল, তা খোলাখুলি বলেছে। -
His candid response surprised everyone in the room.
→ তার খোলামেলা উত্তর সবার জন্য অবাক করা ছিল।
Quick Tip:
-
Candid is often used to describe people who speak openly and honestly, without hiding their thoughts.

0
Updated: 1 month ago
Choose the correct meaning of the following words Viable
Created: 2 months ago
A
possible
B
that can be done
C
capable
D
that will work
Viable (adjective)
ইংরেজি অর্থ:
কোনো কিছু নিজস্ব গুণে টিকে থাকতে, কার্যকরভাবে কাজ করতে অথবা সফল হওয়ার উপযোগী হলে তাকে viable বলা হয়।
বাংলা অর্থ:
স্বনির্ভরভাবে টিকে থাকতে সক্ষম; এমন একটি অবস্থা বা পদ্ধতি যা বাইরের সহায়তা ছাড়া বৃদ্ধি পেতে ও টিকে থাকতে পারে। (বিশেষ করে পুরনো যানবাহনের ক্ষেত্রে, যেমন—১৯১৬ সালের আগের গাড়ি)
সমার্থক শব্দ:
-
Feasible (বাস্তবায়নযোগ্য)
-
Usable (ব্যবহারযোগ্য)
-
Suitable (উপযুক্ত)
-
Capable (সক্ষম)
-
Achievable (অর্জনযোগ্য)
বিপরীত শব্দ:
-
Impracticable (যেটা প্রয়োগযোগ্য নয়)
-
Impossible (অসম্ভব)
-
Nonviable (টিকিয়ে রাখা যায় না এমন)
-
Unattainable (অর্জন করা যায় না এমন)
-
Out of the Question (যেটা মোটেই চিন্তার বিষয় নয়)
অন্যান্য রূপ:
-
Viably (ক্রিয়া বিশেষণ): টিকে থাকার উপযুক্তভাবে।
উদাহরণ বাক্য:
-
কোম্পানিটি বেঁচে থাকার জন্য বিকল্প কোনো কার্যকর পথ খুঁজতে বাধ্য হয়েছিল।
-
সে এমন কোনো টেকসই বিকল্প প্রস্তাব করতে পারেনি।
তথ্যসূত্র:
-
Cambridge Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary
-
লাইভ এমসিকিউ লেকচার

0
Updated: 2 months ago
Opposite word for LIABILITY:
Created: 2 months ago
A
Treasure
B
Debt
C
Assets
D
Property
• LIABILITY
English Meaning: The fact that someone is legally responsible for something: Debt.
Bangla Meaning: দায়; দায়িত্ব; বাধ্যবাধকতা; ঋণ; মোট দেনা।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Treasure
English Meaning:
Bangla Meaning: কোষাগার; স্বর্ণ; রৌপ্য; অলংকার (এর ভাণ্ডার); সম্পদ।
খ) Debt
English Meaning: A sum of money that is owed or due.
Bangla Meaning: ঋণ; দেনা; ধার; কর্জ।
গ) Assets
English Meaning: An item of property owned by a person or company, regarded as having value and available to meet debts, commitments, or legacies; A useful or valuable thing or person;
Bangla Meaning: মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ; ব্যক্তি, কোম্পানি ইত্যাদির মালিকানাধীন যেকোনো বস্তু, যার আর্থিক মূল্য আছে এবং যা বিক্রি করে ঋণ শোধ করা যায়; পরিসম্পদ। মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ
ঘ) Property
English Meaning: A thing or things belonging to someone; possessions collectively.
Bangla Meaning: (সমষ্টিবাচক) বিষয়-সম্পত্তি; সম্পত্তি; বিত্ত; বৈভব।
• সুতরাং,বুঝা যাচ্ছে, Opposite word for LIABILITY: Assets
So, assets are what you own, and liabilities are what you owe. Hence, "Assets" is the opposite of "Liability."
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
'R S O E H' by arranging the jumble letters make a meaningful word and the Feminine gender of the word is-
Created: 3 weeks ago
A
Drone
B
Foal
C
Mare
D
Colt
প্রশ্ন: 'R S O E H' – এই অগোছালো অক্ষরগুলো সাজিয়ে একটি অর্থবোধক শব্দ গঠন করুন এবং এর স্ত্রীলিঙ্গ নির্ণয় করুন।
সমাধান:
-
অক্ষরগুলো থেকে গঠিত শব্দ: HORSE
-
শব্দটির স্ত্রীলিঙ্গ: MARE

0
Updated: 3 weeks ago