P is 25% more efficient than Q. How much time will they, working together, take to complete a job which Q alone could have done in 27 days?
A
8 days
B
15 days
C
18 days
D
12 days
উত্তরের বিবরণ
Question: P is 25% more efficient than Q. How much time will they, working together, take to complete a job which Q alone could have done in 27 days?
Solution:
P, Q এর থেকে 25% বেশি দক্ষ।
⇒ P : Q = 125 : 100 = 5 : 4
Q এক দিনে কাজ করে = 4 ইউনিট
P এক দিনে কাজ করে = 5 ইউনিট
মোট কাজ = Q এর দৈনিক কাজ × Q এর দিন
= 4 × 27 = 108 ইউনিট
একসাথে এক দিনে কাজ করে = 5 + 4 = 9 ইউনিট
তাহলে কাজ শেষ করতে সময় লাগবে = 108 ÷ 9 দিন
= 12 দিন
সুতরাং, P এবং Q একত্রে কাজটি শেষ করতে 12 দিন সময় নেবে।

0
Updated: 1 month ago
Rafi alone can complete a work in 10 days and Tareq alone can complete it in 15 days. Rafi and Tareq undertook to complete the work for Tk. 7500. With the help of Salman, they finished the work in 5 days. How much should Salman be paid?
Created: 1 month ago
A
Tk. 1200
B
Tk. 1250
C
Tk. 1300
D
Tk. 1380
Question: Rafi alone can complete a work in 10 days and Tareq alone can complete it in 15 days. Rafi and Tareq undertook to complete the work for Tk. 7500. With the help of Salman, they finished the work in 5 days. How much should Salman be paid?
Solution:
Rafi's 1 day work = 1/10
Tareq's 1 day work = 1/15
Rafi + Tareq + Salman's 1 day work = 1/5
∴ Salman's 1 day work = 1/5 - (1/10 + 1/15)
= (6 - 3 - 2)/30
= 1/30
Salman's 5 days work = 5 × 1/30 = 1/6
Salman completed 1/6 of the total work.
∴ He should be paid 1/6 of Tk. 7500
∴ Salman’s payment = 7500 × 1/6 = Tk. 1250

0
Updated: 1 month ago
A ferry can carry 30 trucks or 50 motorcycles at a time. If there are 18 trucks on the ferry, how many motorcycles can be loaded onto it?
Created: 1 month ago
A
20
B
24
C
16
D
30
Question: A ferry can carry 30 trucks or 50 motorcycles at a time. If there are 18 trucks on the ferry, how many motorcycles can be loaded onto it?
Explanation:
Given,
30 trucks = 50 motorcycles
∴ 1 truck = 50/30 = 5/3 motorcycles
∴ 18 trucks = 18 × 5/3 = 30 motorcycles
Maximum motorcycles on ferry = 50
∴ Remaining motorcycles that can be loaded = 50 - 30 = 20
So, the ferry can carry 20 more motorcycles along with the 18 trucks.

0
Updated: 1 month ago
দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ৮ ঘণ্টা ও ১২ ঘণ্টায় পূর্ণ হয়। প্রথম নলটি একা ২ ঘণ্টা চলার পর বন্ধ করে দেওয়া হয় এবং দ্বিতীয় নলটি খুলে দেওয়া হয়। চৌবাচ্চাটি মোট কত সময়ে পূর্ণ হবে?
Created: 1 month ago
A
৩ ঘণ্টা
B
৮ ঘণ্টা
C
১০ ঘণ্টা
D
১১ ঘণ্টা
প্রশ্ন: দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ৮ ঘণ্টা ও ১২ ঘণ্টায় পূর্ণ হয়। প্রথম নলটি একা ২ ঘণ্টা চলার পর বন্ধ করে দেওয়া হয় এবং দ্বিতীয় নলটি খুলে দেওয়া হয়। চৌবাচ্চাটি মোট কত সময়ে পূর্ণ হবে?
সমাধান:
প্রথম নল দ্বারা,
৮ ঘণ্টায় পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/৮ অংশ
দ্বিতীয় নল দ্বারা,
১২ ঘণ্টায় পূর্ণ হয় = ১২ ঘন্টায়
∴ ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/১২ অংশ
প্রথম নলটি,
২ ঘণ্টায় পূর্ণ করে = ২ × (১/৮) = ১/৪ অংশ
∴ ২ ঘণ্টা পর অবশিষ্ট থাকে = ১ - (১/৪) = (৪ - ১)/৪ = ৩/৪ অংশ
এখন, দ্বিতীয় নলটি ১ অংশ পূর্ণ করে = ১২ ঘণ্টায়
∴ ৩/৪ অংশ পূর্ণ করে = ১২× (৩/৪) = ৯ ঘণ্টায়
সুতরাং চৌবাচ্চাটি পূর্ণ করতে মোট সময় = ১ম নল দ্বারা পূর্ণ করার সময় + ২য় নল দ্বারা পূর্ণ করার সময়
= ২ ঘণ্টা + ৯ ঘণ্টা
= ১১ ঘণ্টা

0
Updated: 1 month ago