অশুদ্ধ বানান -
A
কঙ্কাল
B
ভদ্রোচিত
C
ভ্রাতূষ্পুত্র
D
অভিভূত
উত্তরের বিবরণ
শব্দ: ভ্রাতুষ্পুত্র
-
অশুদ্ধ বানান: ভ্রাতূষ্পুত্র
-
পদবর্গ: বিশেষ্য
-
অর্থ: ভাইয়ের ছেলে
অন্য উদাহরণ (শুদ্ধ বানান):
-
অভিভূত
-
ভদ্রোচিত
-
কঙ্কাল
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
আকৃষ্ট
B
আকৃস্ট
C
আকৃষ্ঠ
D
অকৃষ্ট
শুদ্ধ বানান: আকৃষ্ট
🔹 শব্দতত্ত্ব
-
মূল: সংস্কৃত
-
গঠন: আ + √কৃষ + ত
🔹 পদপরিচয়
-
শ্রেণি: বিশেষণ
🔹 অর্থ
-
আকর্ষণ করা হয়েছে এমন
-
প্রলুব্ধ
-
মুগ্ধ
তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমী

0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
প্রনালি
B
প্রোজ্জল
C
কূপমণ্ডূক
D
প্রনয়ন
শুদ্ধ বানান হলো কূপমণ্ডূক। এটি একটি বিশেষ্য পদ এবং এর অর্থ সীমাবদ্ধ জ্ঞানবিশিষ্ট।
অন্যদিকে শুদ্ধ বানানসমূহ হলো
-
প্রণালি (ভুল: প্রনালি)
-
প্রোজ্জ্বল (ভুল: প্রোজ্জল)
-
প্রণয়ন (ভুল: প্রনয়ন)

0
Updated: 3 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 3 months ago
A
সূচিষ্মিতা
B
সূচিস্মিতা
C
সুচীস্মিতা
D
শুচিস্মিতা
শুচিস্মিতা – একটি অর্থবহ বাংলা শব্দ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘শুচিস্মিতা’ শব্দটি একটি স্ত্রীবাচক শব্দ, যার শুদ্ধ বানান শুচিস্মিতা। এই শব্দের পুরুষবাচক রূপ হলো ‘শুচিস্মিত’।
-
শুচিস্মিতা শব্দের অর্থ:
যে নারীর হাসি পবিত্র, মধুর এবং নির্মল—তাকে এক কথায় বলা হয় ‘শুচিস্মিতা’। -
শুচিস্মিত (বিশেষণ) অর্থ:
যিনি মৃদু ও নির্মল হাসির অধিকারী; যার মুখে সর্বদা পবিত্র হাসি বিরাজমান।
এই শব্দগুলোর উৎস হিসেবে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান এবং হায়াৎ মামুদের ভাষা শিক্ষা গ্রন্থ উল্লেখযোগ্য।

0
Updated: 3 months ago