'শিরশ্ছেদ' - শব্দটি কোন সন্ধিতে গঠিত?
A
স্বর
B
ব্যঞ্জন
C
বিসর্গ
D
নিপাতনে সিদ্ধ
উত্তরের বিবরণ
বিসর্গ সন্ধি
-
যখন পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থাকে এবং পরপদের প্রথমে কোনো ব্যঞ্জনধ্বনি আসে, তখন বিসর্গ পরিবর্তিত হয়ে পরবর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
-
নিয়ম অনুযায়ী:
-
যদি পরবর্তী ব্যঞ্জন চ্ বা ছ্ হয় → বিসর্গ হয় শ্
-
যদি পরবর্তী ব্যঞ্জন ট্ বা ঠ্ হয় → বিসর্গ হয় ষ্
-
যদি পরবর্তী ব্যঞ্জন ত্ হয় → বিসর্গ হয় স্
-
অন্যান্য ব্যঞ্জনের সঙ্গে বিসর্গ যুক্ত হয়ে উচ্চারিত হয়।
-
উদাহরণ:
-
দুঃ + চিন্তা = দুশ্চিন্তা
-
নিঃ + ছিদ্র = নিশ্ছিদ্র
-
শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
-
নিঃ + ঠুর = নিষ্ঠুর
-
ইতঃ + তত = ইতস্তত
-
মনঃ + তাপ = মনস্তাপ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
’মুক্তি’ শব্দের শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√মুচ্ + ত
B
√মূক + তি
C
√মৃৎ + তি
D
√মুচ্ + ক্তি
কৃৎ-প্রত্যয় যোগে শব্দগঠন:
-
কৃৎ-প্রত্যয় ক্তি (ক + তি) যুক্ত হলে ধাতুর অন্তস্থিত চ ও জ স্থলে ক হয়ে যায়।
উদাহরণ:
-
√বচ্ + ক্তি = উক্তি
-
√ভজ্ + ক্তি = ভক্তি
-
√মুচ্ + ক্তি = মুক্তি
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

0
Updated: 1 month ago
বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ ____।
Created: 2 months ago
A
বাগ + অম্বর
B
বাগ + আড়ম্বর
C
বাক্ + অম্বর
D
বাক্ + আড়ম্বর
সন্ধির সহজ নিয়ম
যখন ক, চ, ট, ত, প ব্যঞ্জনবর্ণগুলোর পর স্বরবর্ণ (অ, আ, ই, ঈ, উ, ঊ ইত্যাদি) আসে, তখন ওই ব্যঞ্জনগুলো পরিবর্তন হয়ে যায়:
-
ক → গ
-
চ → জ
-
ট → ড (বা রড়)
-
ত → দ
-
প → ব
এরপরের স্বরবর্ণটি আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে নতুন ধ্বনি তৈরি করে।
উদাহরণ:
-
দিক্ + অন্ত → দিগন্ত
এখানে “ক্” + “অ” → “গ” + “অ” -
বাক্ + আড়ম্বর → বাগাড়ম্বর
“ক্” + “আ” → “গ” + “আ” -
বাক্ + ঈশ → বাগীশ
“ক্” + “ঈ” → “গ” + “ঈ”
তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি, ২০১৯)

0
Updated: 2 months ago
‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
বনঃ + পতি
B
বন + পতি
C
বনস + পতি
D
বন + স্পতি
ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রম বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। কতকগুলো সন্ধি নিপাতনে, সিদ্ধ হয়। যেমন: বনঃ + পতি = বনস্পতি, পর + পর = পরস্পর, আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + পতি = বৃহস্পতি ইত্যাদি।

0
Updated: 2 months ago