A
দামেস্ক চুক্তি
B
আলজিয়ার্স চুক্তি
C
কায়রো চুক্তি
D
বৈরুত চুক্তি
উত্তরের বিবরণ
ইরাক ও ইরানের মধ্যে সংঘটিত শাত-ইল-আরব বিরোধের মীমাংসার জন্য ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়। শাত-ইল-আরব পারস্য উপসাগরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলপথ, যা দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল।
শাত-ইল-আরবের ওপর অধিকার নিয়ে বিরোধ শুরু হওয়ার পর ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাক ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ে। এই জলপথটি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
আলজিয়ার্স চুক্তির মাধ্যমে ইরাক ও ইরান দুই দেশ শাত-ইল-আরবসহ তাদের বিরোধপূর্ণ সীমান্ত বিষয়ক সব বিবাদ মীমাংসার সিদ্ধান্ত নেয়। এই চুক্তি ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স শহরে স্বাক্ষরিত হয় এবং ১৯৭৬ সালে তা অনুমোদিত হয়।
ইরানের পক্ষে স্বাক্ষর করেন রেজা শাহ পাহলভী, আর ইরাকের পক্ষে সাদ্দাম হোসেন (তৎকালীন ভাইস প্রেসিডেন্ট)।
তবে, আলজিয়ার্স চুক্তি স্থায়ী হয়নি। ১৯৮০ সালের ১৭ সেপ্টেম্বর ইরাক যখন ইরানের বিরুদ্ধে আক্রমণ চালায়, তখন এই চুক্তি কার্যত অকার্যকর হয়ে পড়ে এবং দুই দেশের মধ্যে যুদ্ধে পুনরায় সংঘাত শুরু হয়।
উৎস: Britannica।

0
Updated: 2 months ago