'সাপ' শব্দের সমার্থক শব্দ -
A
কলাপী
B
বর্হিণ
C
মৃগরাজ
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
‘সাপ’ শব্দের সমার্থক:
-
সর্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ
‘সিংহ’ শব্দের সমার্থক:
-
কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ
‘ময়ূর’ শব্দের সমার্থক:
-
কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
সঠিক উত্তর: কোনোটিই নয়।

0
Updated: 1 month ago
'তাম্বূলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
Created: 1 month ago
A
তামসিক
B
বারুই
C
পান-ব্যবসায়ী
D
পর্ণকার
• ‘তাম্বূলিক’ শব্দের অর্থ পান ব্যবসায়ী।
• এর সমার্থক শব্দ হলো বারুই (যারা পান উৎপাদন ও বিক্রি করেন) এবং পর্ণকার (পান বিক্রেতা)।
• অন্যদিকে, ‘তামসিক’ শব্দের অর্থ ঘন অন্ধকারাচ্ছন্ন, যা ‘তাম্বূলিক’ শব্দের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
‘পৃথিবী’ শব্দের সমার্থক নয়–
Created: 1 month ago
A
পৃথ্বী
B
মেদিনী
C
প্রাণদ
D
ধরিত্রী
পৃথিবী এর সমার্থক শব্দঃ ভূ, পৃথ্বী, জগৎ, বিশ্ব, ভূবন, দুনিয়া, বসুন্ধরা, ধরা, ধরণী, ধরিত্রী, ধরাতল প্রাণদ মানে প্রাণ দানকারী বা রক্ষাকারী।

0
Updated: 1 month ago
‘জায়া’ শব্দের সমার্থক শব্দ –
Created: 1 month ago
A
অর্ধাঙ্গী
B
কন্যা
C
নন্দিনী
D
ভগনী
'জায়া' শব্দের সমার্থক শব্দ 'অর্ধাঙ্গী' । এরুপ - ভার্যা, পত্নী, বধূ, বউ, গৃহিনী, গিন্নি, ঘরণি, বিবি, বেগম, পরিবার। কন্যার সমার্থক শব্দ নন্দিনী, মেয়ে, তনয়া, দুহিতা, ঝি, বেটি। 'ভগিনী' শব্দে সমার্থক হলো বোন।

0
Updated: 1 month ago