A
কলাপী
B
বর্হিণ
C
মৃগরাজ
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
‘সাপ’ শব্দের সমার্থক:
-
সর্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ
‘সিংহ’ শব্দের সমার্থক:
-
কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ
‘ময়ূর’ শব্দের সমার্থক:
-
কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
সঠিক উত্তর: কোনোটিই নয়।

0
Updated: 1 week ago
‘অংশু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 days ago
A
কুটুম
B
দীপ্তি
C
দৃষ্টি
D
উজ্জ্বল
অংশু মানে রশ্মি, আলো, দিপ্তী, কিরণ। অংশুমালী - সূর্য। অংশুমান্ - কিরণযুক্ত, দীপ্তিময়।

0
Updated: 2 days ago
কোনটি সমার্থক শব্দ নয়?
Created: 1 month ago
A
পাবক
B
পবন
C
বহ্নি
D
অনল
পাবক, অনল ও বহ্নি হলো আগুন শব্দের সমার্থক শব্দ । পবন শব্দের সমার্থক শব্দ বাতাস, বায়ু, অনিল, সমীরণ, বাত, মরুৎ, সমীর ইত্যাদি।

1
Updated: 1 month ago
'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 15 hours ago
A
অর্ণব
B
অর্ক
C
প্রসূন
D
পল্লব
সূর্য শব্দের সমার্থক শব্দ
-
অর্ক হলো সূর্যের সমার্থক একটি গুরুত্বপূর্ণ শব্দ।
-
সূর্যের আরও সমার্থক শব্দ হলো: আদিত্য, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি।
অন্যান্য সমার্থক শব্দ
-
অর্ণব শব্দের সমার্থক: সমুদ্র।
-
প্রসূন শব্দের সমার্থক: ফুল, পুষ্প, মুকুল।
-
পল্লব শব্দের সমার্থক: বৃক্ষ, গাছ, শাখা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 15 hours ago