'গরুরগাড়ি' - শব্দটি কোন সমাসের উদাহরণ?
A
অলুক তৎপুরুষ
B
অলুক দ্বন্দ্ব
C
অলুক বহুব্রীহি
D
কর্মধারয়
উত্তরের বিবরণ
অলুক তৎপুরুষ সমাস:
-
সংজ্ঞা: কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না এবং সমাসযুক্ত শব্দগুলো একত্রিত হয়ে উচ্চারণ ও অর্থের স্বতন্ত্রতা বজায় রাখে। এ ধরনের তৎপুরুষ সমাসকে অলুক তৎপুরুষ বলা হয়।
-
উদাহরণ:
-
তেলে ভাজা → তেলেভাজা
-
গরুর গাড়ি → গরুরগাড়ি
-
খেলার মাঠ → খেলারমাঠ
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
‘তুফান' - শব্দটি কোন ভাষা থেকে আগত?
Created: 1 month ago
A
আরবি
B
তুর্কি
C
সংস্কৃত
D
ফারসি
‘তুফান’ শব্দটি মূলত আরবি ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে। বাংলা ভাষায় অনেক আরবি শব্দ ব্যবহৃত হয় যা দৈনন্দিন জীবনে প্রচলিত।
কিছু আরবি শব্দ হলো—
-
এলাকা
-
এলাহি
-
কয়েদ
-
কসাই
-
খারাবি
-
খারাপ
-
খারিজ
-
তকদির ইত্যাদি

0
Updated: 1 month ago
"কলগি" - কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
পর্তুগিজ
B
ফরাসি
C
তুর্কি
D
ফারসি
তুর্কি ভাষার শব্দ
-
কলগি – তুর্কি ভাষার বিশেষ্য।
অর্থ: শিরোভূষণ, রাজমুকুটের চূড়া।
অন্যান্য তুর্কি শব্দ:
-
বেগম
-
কুলি
-
চাকু
-
বাবা
-
বাবুর্চি
-
মুচলেকা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
গঠন বিবেচনায় বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
Created: 1 month ago
A
২ ভাগে
B
৩ ভাগে
C
৪ ভাগে
D
৫ ভাগে
গঠন অনুসারে বাংলা শব্দের বিভাজন
১. মৌলিক শব্দ
-
যেসব শব্দ ভেঙে বিশ্লেষণ করা যায় না।
-
এরা মূল আকারেই ব্যবহৃত হয়।
-
উদাহরণ: গোলাপ, নাক, লাল, তিন, ভাই, কলা, মাটি।
২. সাধিত শব্দ
-
যেসব শব্দ মৌলিক শব্দ বা ধাতুর সঙ্গে প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যোগে গঠিত হয়।
-
অর্থাৎ বিশ্লেষণ করলে মূল শব্দ পাওয়া যায়।
-
উদাহরণ: দেশি (দেশ + ই), মাটির (মাটি + র), বোনের (বোন + এর), হাতগুলো (হাত + গুলো), গোলাপী (গোলাপ + য়ী)।

0
Updated: 1 month ago