‘নূরলদীনের সারা জীবন’ কাব্যনাট্য:
-
লেখক: সৈয়দ শামসুল হক
-
প্রকাশ: ১৯৮২
-
প্রেক্ষাপট: রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নূরলদীনের সামন্তবাদবিরোধী সংগ্রামের উপর ভিত্তি করে।
-
বৈশিষ্ট্য:
-
নাটকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নায়ক নূরলদীনের অবিস্মরণীয় আহ্বান ধরা হয়েছে: “জাগো বাহে, কোনঠে সবাই।”
-
মোট ১৪টি দৃশ্যে কাব্যনাটকটি রচিত।
-
সৈয়দ শামসুল হক:
-
জন্ম: ১৯৩৫, কুড়িগ্রাম
-
পরিচিতি: সাহিত্যিক, বিশেষত কবি ও নাট্যকার হিসেবে
-
রচিত কাব্যনাট্য:
-
নূরলদীনের সারাজীবন
-
পায়ের আওয়াজ পাওয়া যায়
-
এখানে এখন
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা