‘মূর্ত’ শব্দ ও বিপরীতার্থক:
-
মূর্ত: মূর্তি ধারণ করেছে এমন, সাকার, পষ্ট, প্রত্যক্ষ।
-
বিপরীতার্থক: অশরীরী, বিমূর্ত (অর্থ: নিরবয়ব, অশরীরী, ভাবমূলক)।
অন্য উদাহরণ:
-
ভগ্ন ↔ পূর্ণ
-
যাদৃশ ↔ তাদৃশ
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।