A
জুতা
B
মাথা
C
তুলা
D
বন্য
উত্তরের বিবরণ
চলিত ও সাধু ভাষার কিছু শব্দরূপ
-
চলিত ভাষার শব্দ: মাথা
-
সাধু ও চলিত ভাষায় বিশেষ্য ও সর্বনাম পদের রূপ:
-
আসিয়া → এসে
-
মস্তক → মাথা
-
জুতা → জুতো
-
তুলা → তুলো
-
শুষ্ক/শুকনা → শুকনো
-
বন্য → বুনো
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 week ago
’মোড়ক’ শব্দের সঠিক প্রকৃত-প্রত্যয় কোনটি?
Created: 6 days ago
A
√মুড় + অক
B
√মুড় + ওক
C
√মোড় + অক
D
√মূড় + অক
“অক” কৃৎ-প্রত্যয় যোগে শব্দ গঠন
উদাহরণ:
-
√মুড় + অক = মোড়ক
-
√ঝল্ + অক = ঝলক
উল্লেখ্য
-
ক্রিয়ামূল বা ধাতু-কে বলা হয় ক্রিয়া-প্রকৃতি বা প্রকৃতি।
-
ক্রিয়া-প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
উদাহরণ:
চল্ (ক্রিয়া-প্রকৃতি) + অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ

0
Updated: 6 days ago
কোন শব্দটি ফারসি?
Created: 1 month ago
A
মুসাফির
B
তকদির
C
পেরেশান
D
মজলুম
পেরেশান' শব্দের অর্থ: উদ্বগ্ন, চিন্তিত।
- ‘পেরেশান’ শব্দটি ফারসি ভাষা থেকে আগত।
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।
অন্যদিকে,
• ‘মুসাফির’ আরবি শব্দ।
- যার অর্থ: যে সফর করে, পর্যটক, পথিক, বিদেশে ভ্রমণকারী ব্যক্তি।
• ‘তকদির’ আরবি শব্দ;।
- যার অর্থ: ভাগ্য।
• ‘মজলুম’ আরবি শব্দ।
- যার অর্থ: অত্যাচারিত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Created: 4 weeks ago
A
ডাইনি
B
সম্রাজ্ঞী
C
মানুষ
D
সভানেত্রী
কতগুলো শব্দ রয়েছে যেগুলো নিত্য স্ত্রীবাচক। এগুলোর কোন পুরুষ বাচক শব্দ নেই। যেমনঃ - ডাইনী, সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা।

0
Updated: 4 weeks ago