চলিত ভাষার শব্দ কোনটি?
A
জুতা
B
মাথা
C
তুলা
D
বন্য
উত্তরের বিবরণ
চলিত ও সাধু ভাষার কিছু শব্দরূপ
-
চলিত ভাষার শব্দ: মাথা
-
সাধু ও চলিত ভাষায় বিশেষ্য ও সর্বনাম পদের রূপ:
-
আসিয়া → এসে
-
মস্তক → মাথা
-
জুতা → জুতো
-
তুলা → তুলো
-
শুষ্ক/শুকনা → শুকনো
-
বন্য → বুনো
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago
‘রোজনামচা’ - শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Created: 1 month ago
A
আরবি
B
তুর্কি
C
ফারসি
D
হিন্দি
ফারসি শব্দ হলো সেই শব্দ যা ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় গ্রহণ করা হয়েছে। এগুলি সাধারণত বিশেষ্য, ক্রিয়া বা বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় এবং বাংলা ভাষায় নিজের অর্থ ও ব্যবহার ধরে রেখেছে।
উদাহরণস্বরূপ, 'রোজনামচা' একটি ফারসি শব্দ, যা একটি বিশেষ্য পদ। এর অর্থ হলো প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনার লিখিত বিবরণ বা দিনলিপি।
কিছু অন্যান্য ফারসি শব্দ:
-
কাজি
-
কারিগর
-
খোয়াব
-
চশমা
-
চেহারা
-
দরদি
-
দরবার
-
দারোগা
-
দারোয়ান
-
ফসলি
-
রোজ
-
রোজা

0
Updated: 1 month ago
‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
Created: 1 month ago
A
সমার্থে
B
ক্ষুদ্রার্থে
C
বৃহদার্ধে
D
বিপরীতার্থে
'নাটিকা ' শব্দটি ' ক্ষুদ্রার্থে ' স্ত্রীবাচক শব্দ। ' ক্ষুদ্রার্থে ' আরও কয়েকটি স্ত্রীবাচক শব্দ - মালিকা, গীতিকা, পুস্তিকা।

0
Updated: 1 month ago
'দই' শব্দটির উৎস ভাষা কোনটি?
Created: 5 days ago
A
আরবি
B
সংস্কৃত
C
উর্দু
D
পর্তুগীজ
‘দই’ শব্দটির উৎস হলো সংস্কৃত শব্দ ‘দধি’, যার অর্থ জমাট বা ঘন দুধজাত পদার্থ। সময়ের সঙ্গে উচ্চারণের পরিবর্তনে ‘দধি’ শব্দটি রূপান্তরিত হয়ে বর্তমান বাংলা রূপ ‘দই’ হয়েছে।
-
সংস্কৃত ‘দধি’ শব্দের ধ্বনিগত পরিবর্তন বাংলা ভাষার স্বাভাবিক রূপান্তর প্রক্রিয়ার ফল।
-
এই শব্দটি প্রাচীনকাল থেকেই বাংলা উপভাষা ও লোকজ জীবনে ব্যবহৃত হয়ে আসছে।
-
শব্দটির মাধ্যমে বাংলা ভাষায় সংস্কৃতের প্রভাব ও শব্দগঠন প্রক্রিয়ার ধারাবাহিকতা প্রতিফলিত হয়েছে।

0
Updated: 5 days ago