A
পৌনঃপুনিকতা
B
কালের বিস্তার
C
বিরক্তি
D
অনুভূতি
উত্তরের বিবরণ
দ্বিরুক্তি শব্দের উদাহরণ
-
পৌনঃপুনিকতা বোঝাতে:
-
ডেকে ডেকে হয়রান হয়েছি।
-
-
বিশেষণ রূপে:
-
এ দিকে রোগীর তো যায় যায় অবস্থা।
-
-
স্বল্পকাল স্থায়ী বোঝাতে:
-
দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেলো।
-
-
ক্রিয়া বিশেষণ বোঝাতে:
-
দেখে দেখে যেও।
-
-
অনুভূতি বা ভাব বোঝাতে:
-
ভয়ে গা ছম ছম করছে।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 week ago
'কুবলয়' শব্দের অর্থ কী?
Created: 1 week ago
A
কবুতর
B
ময়ূর
C
পদ্ম
D
অগ্নি
‘কুবলয়’ এবং ‘পদ্ম’ সম্পর্কিত শব্দ
১. কুবলয় (বিশেষ্য পদ)
-
ভাষা: সংস্কৃত
-
অর্থ: নীলপদ্ম, পদ্ম, নলিনী, উৎপল
২. পদ্ম শব্দের সমার্থক শব্দ
-
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ
সূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago
৬) 'থলে' শব্দে 'থ' কোন ধরনের স্পৃষ্ট ব্যঞ্জন?
Created: 2 weeks ago
A
তালু স্পৃষ্ট
B
কণ্ঠ স্পৃষ্ট
C
দন্ত স্পৃষ্ট
D
ওষ্ঠ স্পৃষ্ট
স্পৃষ্ট ব্যঞ্জন (Plosive Consonants)
সংজ্ঞা:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক্প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বা স্পর্শ ব্যঞ্জনধ্বনি বলা হয়।
উদাহরণ:
-
ফল, থলে, ঠাণ্ডা, ছুরি, খেলা – এখানে ফ, থ, ঠ, ছ, খ স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি।
উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীবিভাগ:
-
ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: প, ফ, ব, ভ
-
দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন: ত, থ, দ, ধ
-
মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন: ট, ঠ, ড, ঢ
-
তালু স্পৃষ্ট ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ
-
কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: ক, খ, গ, ঘ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 2 weeks ago
'সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী?
Created: 5 days ago
A
একাগ্রতায়
B
সমান ব্যবহারে
C
সম ভাবনায়
D
একযোগে
‘সমভিব্যাহারে’ শব্দটি হলো একটি ক্রিয়াবিশেষণ। এটি সংস্কৃত ও বাংলা মিলিতভাবে গঠিত। অর্থাৎ, শব্দটি গঠনের দিক থেকে দুই ভাষার সংমিশ্রণ।
শব্দটির অর্থ:
-
সঙ্গে
-
একসঙ্গে বা সংঘবদ্ধভাবে
অপরদিকে, ‘একযোগে’ শব্দের অর্থও হলো:
-
একত্রে
-
একসঙ্গে
-
যুগপৎ বা সম্মিলিতভাবে
সুতরাং, ‘সমভিব্যাহারে’ শব্দটির ব্যবহার মূলত ‘একযোগে’ অর্থে হয়।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 5 days ago