'রামগরুড়ের ছানা' বাগ্ধারাটির অর্থ কী?
A
সাংঘাতিক
B
অতি মূর্খ
C
গোমড়ামুখো লোক
D
অকেজো
উত্তরের বিবরণ
বাংলা বাগধারা ও অর্থ
-
রামগরুড়ের ছানা → গোমড়ামুখো লোক
-
গায়ে পড়া → অযাচিত
-
লগন চাঁদা → ভাগ্যবান
-
কালে ভদ্রে → কদাচিৎ
-
ঝিঙেফুল ফোটা → আয়ু ফুরিয়ে আসা
-
গয়ংগচ্ছ → ঢিলেমি
-
বুদ্ধির ঢেঁকি → নির্বোধ লোক
উৎস:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
-
বাগধারা বাগবিধি, মুহাম্মদ আসাদুজ্জামান

0
Updated: 1 month ago
বাগ্ধারা নির্ণয় করুন: 'ছুঁচোর কেত্তন'
Created: 3 weeks ago
A
অবিরাম কলহ
B
নষ্ট করা
C
এলোমেলো
D
লম্বা জায়গা
নিচে প্রদত্ত বাগধারাগুলোর অর্থ整理 করা হলো।
-
ছুঁচোর কেত্তন – অবিরাম কলহ
-
ছাগল টাঙানো – লম্বা জায়গা নেওয়া
-
জবরজং – এলোমেলো
-
ছিনিমিনি খেলা – নষ্ট করা

0
Updated: 3 weeks ago
'কুলকাঠের আগুন' বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
অসম্ভব বস্তু
B
তীব্র জ্বালা
C
অসাবধান
D
সামান্য
• 'কুল কাঠের আগুন' বাগধারাটির সঠিক অর্থ- 'তীব্র জ্বালা'।
বাক্য গঠন: তোমার কথার খোঁচায় আমার সারা দেহে কুল কাঠের আগুন জ্বলছে।
অন্যদিকে,
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
- 'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ - অসাবধান।
- 'বাঘের দুধ' বাগধারাটির অর্থ - 'অসম্ভব বস্তু'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 2 months ago
শরতের শিশির -বাগধারার অর্থ কী?
Created: 1 month ago
A
সুসময়ের বন্ধু
B
সুসময়ের সঞ্চয়
C
শরতের শোভা
D
শরতের শিউলি ফুল
‘শরতের শিশির’
এই বাগ্ধারার মানে হলো — যে বন্ধু শুধু ভালো সময়ে থাকে, দুঃসময়ে পাশে থাকে না, বা অল্পস্থায়ী।
আরও কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ:
-
কচু বনের কালাচাঁদ → অপদার্থ, অর্থহীন ব্যক্তি।
-
ঢাকের বাঁয়া → যার কোনো দাম নেই।
-
নারকের ঢেঁকি → বিবাদের মূল কারণ বা ঝামেলার বিষয়।
-
সোনার কাঠি রূপার কাঠি → প্রাণপণ সংগ্রাম বা বাঁচা-মরার লড়াই।
-
তাসের ঘর → টেকসই নয়, সহজেই ভেঙে পড়ে বা ক্ষণস্থায়ী।
-
চোখের বালি → চোখে লাগে এমন ব্যক্তি/চক্ষুশূল।
-
গুড়ে বালি → আশা ভঙ্গ বা আশায় নিরাশ হওয়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago