A
সাংঘাতিক
B
অতি মূর্খ
C
গোমড়ামুখো লোক
D
অকেজো
উত্তরের বিবরণ
বাংলা বাগধারা ও অর্থ
-
রামগরুড়ের ছানা → গোমড়ামুখো লোক
-
গায়ে পড়া → অযাচিত
-
লগন চাঁদা → ভাগ্যবান
-
কালে ভদ্রে → কদাচিৎ
-
ঝিঙেফুল ফোটা → আয়ু ফুরিয়ে আসা
-
গয়ংগচ্ছ → ঢিলেমি
-
বুদ্ধির ঢেঁকি → নির্বোধ লোক
উৎস:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
-
বাগধারা বাগবিধি, মুহাম্মদ আসাদুজ্জামান

0
Updated: 1 week ago
‘ধামাধরা’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
যথেচ্ছাচারী
B
বক ধার্মিক
C
তোষামোদকারী
D
কদরহীন লোক
ধর্মের ষাঁড় বাগধারার অর্থ - যথেচ্ছাচারী । ফেকলু পার্টি বাগধারার অর্থ - কদকহীন লোক । বক ধার্মিক বাগধারার অর্থ - ভন্ড সাধু । ধামাধরা বাগধারার অর্থ - তোষামোদকারী ।

0
Updated: 1 month ago
'আকাশ কুসুম' বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
আকাঙ্ক্ষিত বস্তু
B
অপ্রত্যাশিত
C
প্রচুর ব্যবধান
D
অসম্ভব কল্পনা

0
Updated: 1 month ago
বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
Created: 3 months ago
A
অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
B
বক ধার্মিক; বিড়াল তপস্বী
C
রুই-কাতলা; কেউ কেটা
D
বক ধার্মিক; ভিজে বেড়াল
• বক ধার্মিক ও বিড়াল তপস্বী বাগ্ধারাগুলোর অর্থ - ভণ্ড।
বক ধার্মিক ও বিড়াল তপস্বী — ভণ্ড ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয়।
-
ভিজে বিড়াল — কপট বা ভানকারী মানুষকে নির্দেশ করে।
-
অমাবস্যার চাঁদ — অত্যন্ত দুর্লভ বা খুব কষ্টে মেলে এমন কিছু।
-
আকাশ কুসুম — বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন, অসম্ভব কল্পনা।
-
রুই-কাতলা — সমাজে বা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তি।
-
কেউ কেটা — অপ্রধান বা তুচ্ছ কোনো ব্যক্তি বা বস্তু।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
-
ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 months ago