A
স্বর্ণকুমারী দেবী
B
নবাব ফয়জুন্নেসা
C
কুসুমকুমারী দাশ
D
চন্দ্রাবতী
উত্তরের বিবরণ
চন্দ্রাবতী
-
মধ্যযুগের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী বাংলা সাহিত্যের ইতিহাসে একমাত্র মহিলা কবি হিসেবে গৌরব অর্জন করেন।
-
মহিলা রামায়ণকার: তিনিই প্রথম মহিলা কবি যিনি রামায়ণ অনুবাদ করেন।
-
মধ্যযুগের তিনজন মহিলা কবি: চন্দ্রাবতী, রামী (চণ্ডীদাসের অনুরাগী) ও মাধবী (চৈতন্যের কৃপাপাত্রী)।
-
জন্ম: ১৫৫০ খ্রিষ্টাব্দ, ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ পাতোয়ারি গ্রামে।
-
পিতা: দ্বিজ বংশীদাস, মনসামঙ্গল কাব্যের কবি।
-
সাহিত্যিক বৈশিষ্ট্য: লৌকিক, মানবিক এবং মৌলিক উপাদান সংযোজনের মাধ্যমে তার রামায়ণ বিশেষ মর্যাদা লাভ করে।
রচিত কাব্যসমূহ:
-
মালুয়া
-
দস্যু কেনারামের পালা
-
রামায়ণ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 week ago