A
পর্তুগিজ
B
ফরাসি
C
তুর্কি
D
ফারসি
উত্তরের বিবরণ
তুর্কি ভাষার শব্দ
-
কলগি – তুর্কি ভাষার বিশেষ্য।
অর্থ: শিরোভূষণ, রাজমুকুটের চূড়া।
অন্যান্য তুর্কি শব্দ:
-
বেগম
-
কুলি
-
চাকু
-
বাবা
-
বাবুর্চি
-
মুচলেকা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 week ago
’মোড়ক’ শব্দের সঠিক প্রকৃত-প্রত্যয় কোনটি?
Created: 6 days ago
A
√মুড় + অক
B
√মুড় + ওক
C
√মোড় + অক
D
√মূড় + অক
“অক” কৃৎ-প্রত্যয় যোগে শব্দ গঠন
উদাহরণ:
-
√মুড় + অক = মোড়ক
-
√ঝল্ + অক = ঝলক
উল্লেখ্য
-
ক্রিয়ামূল বা ধাতু-কে বলা হয় ক্রিয়া-প্রকৃতি বা প্রকৃতি।
-
ক্রিয়া-প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
উদাহরণ:
চল্ (ক্রিয়া-প্রকৃতি) + অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ

0
Updated: 6 days ago
গ্রিক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
তুফান
B
লুঙ্গী
C
কুশন
D
দাম
• দাম,
- গ্রিক শব্দ।
অর্থ: মূল্য, দর, মর্যাদা, গুরুত্ব।
অন্যদিকে,
লুঙ্গি - ফারসি শব্দ।
তুফান - আরবি শব্দ।
কুপন - ফরাসি শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
'সাহচর্য' শব্দের শুদ্ধ গঠন কোনটি?
Created: 4 weeks ago
A
সহ + চর + র্য
B
সহচর + ৎ ফলা
C
সহচর + য
D
কোনটিই নয়
সাহচর্য (বিশেষ্য পদ)
- প্রকৃতি-প্রত্যয়- (সহচর+য),
অর্থ:
- সংস্রব (সাধু সাহচর্য)।
- সহায়তা (কাজে সাহচর্য দান)।
- সঙ্গ (সাহচর্য দান)।
- সঙ্গ (সাহচর্য কামনা)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 4 weeks ago