'ক্ষণস্থায়ী' অর্থে কোন বাগ্ধারাটি ব্যবহৃত হয়েছে?
A
তামার বিষ
B
অগ্নিশর্মা
C
খয়ের খাঁ
D
তাসের ঘর
উত্তরের বিবরণ
বাগ্ধারার অর্থ
-
‘তাসের ঘর’ – ক্ষণস্থায়ী বা অস্থায়ী ঘর।
অন্যান্য বাগ্ধারা:
-
অগ্নিশর্মা – ক্ষিপ্ত।
-
খয়ের খাঁ – চাটুকার।
-
তামার বিষ – অর্থের কুপ্রভাব।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
'আসরে নামা' বাগ্ধারার অর্থ -
Created: 3 weeks ago
A
বিপর্যস্ত অবস্থা
B
আবির্ভূত হওয়া
C
হতবুদ্ধি হওয়া
D
সচেতন হওয়া
বাংলা ভাষায় ‘আসরে নামা’ বাগধারার অর্থ হলো আবির্ভূত হওয়া। একইভাবে, বিভিন্ন বাগধারা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে।
-
আসরে নামা → আবির্ভূত হওয়া
-
আক্কেল গুড়ুম → হতবুদ্ধি হওয়া
-
টনক নড়া → সচেতন হওয়া
-
ঝড়ো কাক → বিপর্যস্ত অবস্থা
উৎস:

0
Updated: 3 weeks ago
নিচের কোন দুটি বাগ্ধারা একই অর্থ প্রকাশ করে?
Created: 3 weeks ago
A
ঢাকের বাঁয়া ও ঢেঁকি অবতার
B
ঠুঁটো জগন্নাথ ও কুমড়ো কাটা বটঠাকুর
C
উড়ো কথা ও উড়ো চিঠি
D
পদ্মপাতার জল ও জলভাত
বাংলা ভাষায় বাগ্ধারা কথোপকথন ও লেখায় ভাবকে সংক্ষিপ্ত ও কার্যকরভাবে প্রকাশ করার একটি উপায়। কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা এবং তাদের অর্থ নিচে দেওয়া হলো।
-
একই অর্থে ব্যবহৃত বাগ্ধারা
-
ঠুঁটো জগন্নাথ : অকর্মণ্য
-
কুমড়ো কাটা বটঠাকুর : অকর্মণ্য লোক
-
-
ভিন্ন অর্থে ব্যবহৃত প্রায় একই দেখতে বাগ্ধারা
-
উড়ো কথা : গুজব
-
উড়ো চিঠি : বেনামি পত্র
-
ঢাকের বাঁয়া : অপ্রয়োজনীয়
-
ঢেঁকি অবতার : নির্বোধ লোক
-
পদ্মপাতার জল, তাসের ঘর, জলের দাগ : ক্ষণস্থায়ী
-
জলভাত : সহজ সাধ্য
-
উৎস:

0
Updated: 3 weeks ago
'কোণঠাসা করা' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
সর্বনাশ করা
B
দুর্বল জায়গায় খোঁচা
C
বেকায়দায় ফেলা
D
সর্বস্বান্ত করা
কিছু বাগধারা ও তাদের অর্থ
-
কোণঠাসা করা: বেকায়দায় ফেলা
-
ঘুঘু চরানো: সর্বনাশ করা
-
আঁতে ঘা: দুর্বল জায়গায় খোঁচা দেওয়া
-
ভিটায় ঘুঘু চরানো: সম্পূর্ণ সর্বস্বান্ত করা
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ

0
Updated: 1 month ago