‘উন্নয়ন’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
উন্ন + য়ন
B
উন্ + নয়ন
C
উৎ + নয়ন
D
উৎ + অয়ন
উত্তরের বিবরণ
শব্দ: উন্নয়ন
-
সঠিক সন্ধি বিচ্ছেদ: উৎ + নয়ন = উন্নয়ন
অন্যান্য উদাহরণ:
-
উৎ + নতি = উন্নতি
-
উৎ + নত = উন্নত
-
উৎ + নীত = উন্নীত
-
উৎ + যোগ = উদ্যোগ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ

0
Updated: 1 month ago
‘ষোড়শ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
ষো + দশ
B
ষট্ + দশ
C
ষষ্ + দশ
D
ষোড় + অশ
• ‘ষোড়শ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ:
-
ষট্ + দশ
-
এটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদের একটি উদাহরণ।
কিছু নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ:
-
বন + পতি = বনস্পতি
-
আ + চর্য = আশ্চর্য
-
গো + পদ = গোস্পদ
-
পর + পর = পরস্পর
-
ষট্ + দশ = ষোড়শ
-
এক + দশ = একাদশ
-
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 month ago
কোনটি সন্ধি বিষয়ক অশুদ্ধি?
Created: 1 week ago
A
বাগেশ্বরী
B
বিপদুদ্ধার
C
অদ্যাবধি
D
পৃথগন্ন
সন্ধি বিষয়ক অশুদ্ধ শব্দ হলো বাগেশ্বরী, যার শুদ্ধ রূপ বাগীশ্বরী। এর সন্ধিবিচ্ছেদ হলো বাক্ + ঈশ্বরী, অর্থাৎ বাক্যের অধিষ্ঠাত্রী দেবী বা বাগদেবী।
অন্যদিকে নিচের শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ—
-
পৃথগন্ন
-
অদ্যাবধি
-
বিপদুদ্ধার

0
Updated: 1 week ago
দর্শক শব্দের সন্ধি বিচ্ছেদ–
Created: 1 month ago
A
দৃশ্+অক
B
দৃশ+ষ্ণক
C
দৃক+অক
D
দৃ+শক
‘দর্শক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - দৃশ্ + অক। ‘অ/আ’ এরপরে ‘অ/আ’ থাকলে উভয়ে মিলে ‘আ’ হয় এবং তা প্রথম ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

0
Updated: 1 month ago