কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
A
পদ্মগোখরা
B
ঝিলিমিলি
C
মধুমালা
D
বাঁধন-হারা
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলাম রচিত সাহিত্যকর্ম
উপন্যাস:
-
বাঁধন-হারা
-
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস
-
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, এতে ১৮টি পত্র রয়েছে
-
করাচীতে অবস্থানকালে রচনা শুরু
-
‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত
-
নায়ক: নুরুল হুদা
-
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ
-
-
মৃত্যক্ষুধা
-
কুহেলিকা
গল্প:
-
পদ্মগোখরা
নাটক (সংকলন):
-
ঝিলিমিলি
-
মধুমালা
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'বিদ্রোহী’ - কবিতার প্রথম চরণ কোনটি?
Created: 1 month ago
A
বল উন্নত মম শির
B
বিদ্রোহী রণক্লান্ত
C
বল বীর
D
আমি চির-উন্নত শির
কাজী নজরুল ইসলাম (১৮৯৯–১৯৭৬)
জীবন ও পরিচিতি:
জন্ম: ১১ জ্যৈষ্ঠ ১৩০৬, চুরুলিয়া গ্রাম, আসানসোল, ভারত
ছেলেবেলা: লেটো গানের দলে যোগ
শিক্ষা: বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুল
১৯১৭: সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ → করাচি
‘বিদ্রোহী’ কবিতা
গ্রন্থ: অগ্নিবীণা (দ্বিতীয় কবিতা)
প্রকাশ: ২২ পৌষ ১৩২৮ (৬ জানুয়ারি ১৯২২), সাপ্তাহিক বিজলী পত্রিকায়
কবিতার বিষয়: বিদ্রোহ ও বিপ্লবের আবেগ
নজরুল শুধুমাত্র ‘বিদ্রোহী’ কবিতার জন্যই চিরকালের বিদ্রোহী কবি খ্যাত
কবিতার অংশ:
বল বীর
বল উন্নত মম শির!
শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
বাংলা সাহিত্য, ৯ম-১০ম শ্রেণি

0
Updated: 1 month ago
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন সাহিত্যকর্মটি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত?
Created: 4 weeks ago
A
রমজানের ঐ রোজার শেষে (গান)
B
বিদ্রোহী (কবিতা)
C
চল্ চল্ চল্ (কবিতা/গান)
D
কারার ঐ লৌহ-কপাট (গান)
বাংলাদেশের রণসঙ্গীত ও কাজী নজরুল ইসলাম
-
রণসঙ্গীত: বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম।
-
চল্ চল্ চল্: তাঁর কবিতা ‘চল্ চল্ চল্’-এর ২১ লাইন বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত।
-
গৃহীত তারিখ: ১৯৭২ সালের ১৩ জানুয়ারি, বাংলাদেশের মন্ত্রীসভার প্রথম বৈঠকে এটি আনুষ্ঠানিকভাবে রণসঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।
-
প্রকাশ: মূলত এটি ‘নতুনের গান’ শিরোনামে ঢাকার ‘শিখা’ পত্রিকা-তে ১৯২৮ (১৩৩৫ বঙ্গাব্দ) সালে প্রকাশিত হয়। পরে নামকরণ হয় ‘চল্ চল্ চল্’।
-
অন্তর্ভুক্তি: নজরুলের ‘সন্ধ্যা’ কাব্যগ্রন্থেও এই সঙ্গীত অন্তর্ভুক্ত।
-
সঙ্গীতের তাল ও ছন্দ: দাদরা তাল অনুসৃত।
-
প্রথম কয়েকটি লাইন:
"চল্ চল্ চল্!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী-তল,
অরুণ প্রাতের তরুণ দল- ..."
এই রণসঙ্গীত জাতীয় চেতনার প্রতীক হিসেবে স্বাধীন বাংলাদেশের সাহিত্যে ও সঙ্গীতে বিশেষ গুরুত্ব বহন করে।

0
Updated: 4 weeks ago
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় কোনটি?
Created: 3 months ago
A
ঝরা পালক বেলা অবেলা কালবেলা বাংলার রূপ মহাপৃথিবী
B
A
C
A
D
A
Coming

0
Updated: 3 months ago