'সুপারিশ' কোন শ্রেণির শব্দ?
A
তৎসম
B
অর্ধ তৎসম
C
তদ্ভব
D
বিদেশি
উত্তরের বিবরণ
শব্দ: সুপারিশ
-
উৎস: বিদেশি ভাষা, ফারসি
-
অর্থ: কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা বিষয় প্রভৃতির অনুকূলে অনুরোধ করা
আরো কিছু ফারসি শব্দ:
-
আমদানি, জানোয়ার, রোজা, দোকান, নামাজ, চশমা ইত্যাদি
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago
কোনটি তুর্কি শব্দ?
Created: 1 week ago
A
নক্ষত্র
B
তোপ
C
কারখানা
D
নগদ
উৎসভিত্তিক শব্দ উদাহরণ
-
তুর্কি শব্দ: তোপ → বিশেষ্য
-
অর্থ: গোলা ছোড়া যায় এমন আগ্নেয়াস্ত্র; কামান
-
-
ফারসি শব্দ: কারখানা
-
আরবি শব্দ: নগদ
-
সংস্কৃত শব্দ: নক্ষত্র

0
Updated: 1 week ago
'আনারস' এবং 'চাবি' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-
Created: 3 months ago
A
পর্তুগিজ ভাষা হতে
B
আরবি ভাষা হতে
C
দেশী ভাষা হতে
D
ওলন্দাজ ভাষা হতে
• আনারস ও চাবি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।
• পর্তুগিজ ভাষার আরোকিছু শব্দ হলো:
কামরা, গির্জা, গুদাম, জানালা, তোয়ালে, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 3 months ago
'ডিপো' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Created: 1 week ago
A
পর্তুগিজ
B
ফরাসি
C
ইংরেজি
D
ওলন্দাজ
ডিপো (Depot)
-
উৎস: ফরাসি ভাষা থেকে আগত
-
পদ: বিশেষ্য
-
অর্থ:
-
পণ্যদ্রব্য রাখার স্থান
-
গুদাম
-
আড়ত
-
উদাহরণ:
-
পণ্যগুলো ডিপোতে রাখা হয়েছে।
-
কৃষকের ধান ডিপোতে পৌঁছে দেওয়া হলো।

0
Updated: 1 week ago