’মানুষ’ নাটক
-
এক দৃশ্য বিশিষ্ট নাটক, রচয়িতা: মুনীর চৌধুরী।
-
১৯৪৬ সালে সংঘটিত দাঙ্গার প্রেক্ষাপটে রচিত।
-
নাটকের চরিত্র: ফরিদ, জুলেখা, বাবা, মা, ডাক্তার।
মুনীর চৌধুরী
-
জন্ম: ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জ শহর।
-
তিনি ছিলেন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
-
১৪ ডিসেম্বর ১৯৭১, মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দু-দিন আগে, পাকবাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।
রচিত প্রধান নাটক
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
-
পলাশী ব্যারাক
-
অন্যান্য
অন্যান্য নাট্যকার ও নাটক
-
দীনবন্ধু মিত্র: নবীন তপস্বিনী, লীলাবতী
-
মাইকেল মধুসূদন: মায়াকানন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া