’শরৎ প্রতিভা’ গ্রন্থের লেখক কে?
A
হুমায়ূন আহমেদ
B
জাহানারা ইমাম
C
মাইকেল মধুসূদন দত্ত
D
নীলিমা ইব্রাহিম
উত্তরের বিবরণ
নীলিমা ইব্রাহিম
-
তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী।
-
জন্ম: ১৯২১ সালের ১১ অক্টোবর, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে, একটি জমিদার পরিবারে।
-
তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ, নারী-উন্নয়ন সংস্থা এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
রচিত উপন্যাস
-
বিশ শতকের মেয়ে
-
এক পথ দুই বাঁক
-
কেয়াবন সঞ্চারিণী
-
বহ্নিবলয় ইত্যাদি
রচিত প্রবন্ধ ও গবেষণা
-
শরৎ প্রতিভা
-
বাংলার কবি মধুসূদন
-
ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলার নাটক
-
বাঙালী মানস ও বাংলা সাহিত্য
-
অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভস্মাচ্ছাদিত কন্যা আমি
-
আমি বীরাঙ্গনা বলছি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
চণ্ডীচরণ মুনশী রচিত গ্রন্থ কোনটি?
Created: 2 months ago
A
ইতিহাস মালা
B
প্রবোধচন্দ্রিকা
C
লিপিমালা
D
তোতা ইতিহাস
চণ্ডীচরণ মুনশী রচিত গ্রন্থ
-
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হলো ‘তোতা ইতিহাস’।
-
গ্রন্থটি প্রকাশিত হয় ১৮০৫ খ্রিষ্টাব্দে।
চণ্ডীচরণ মুনশী
-
তিনি ব্রিটিশ ভারতের একজন বাঙালি লেখক।
-
বাংলা ভাষার অধ্যাপক হিসেবে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে দায়িত্ব পালন করেছিলেন।
অন্যান্য গ্রন্থ ও তাঁদের রচয়িতা
-
ইতিহাস মালা — উইলিয়াম কেরি
-
প্রবোধচন্দ্রিকা — মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
লিপিমালা — রামরাম বসু
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
নওয়াব ফয়জুন্নেসার রচিত ‘রূপজালাল’ গ্রন্থটি কী ধরনের রচনা?
Created: 6 days ago
A
নাটক
B
ঐতিহাসিক উপন্যাস
C
আত্মজীবনীমূলক রচনা
D
কাব্যগ্রন্থ
বাংলা সমাজে নারীশিক্ষা ও সমাজকল্যাণে অসাধারণ ভূমিকা রেখে গেছেন নওয়াব ফয়জুন্নেসা। তিনি ছিলেন বাংলার প্রথম নারী যিনি ‘নওয়াব’ উপাধিতে ভূষিত হন। সাহিত্য, সমাজসেবা ও নারীজাগরণে তাঁর অবদান উনবিংশ শতাব্দীর বাংলা সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করে।
মূল তথ্যসমূহ:
-
নওয়াব ফয়জুন্নেসা ছিলেন একজন জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি।
-
তিনি ১৮৩৪ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
-
জমিদারি লাভের আগেই তিনি সমাজকল্যাণ ও দরিদ্রজনের সহায়তামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
-
তাঁর জনহিতৈষণার স্বীকৃতিস্বরূপ ১৮৮৯ সালে মহারানী ভিক্টোরিয়া তাঁকে ‘নওয়াব’ উপাধিতে ভূষিত করেন, যা কোনো বাংলা নারীর জন্য প্রথম ঘটনা।
-
‘বান্ধব’, ‘ঢাকা প্রকাশ’, ‘মুসলমান বন্ধু’, ‘সুধাকর’ ও ‘ইসলাম প্রচারক’ প্রভৃতি বাংলা পত্রিকা তাঁর আর্থিক সহায়তা পেত।
-
তিনি ছিলেন একজন সাহিত্যিক নারী, যার রচনা সমাজবাস্তবতা ও ব্যক্তিগত অভিজ্ঞতায় সমৃদ্ধ।
-
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ ‘রূপজালাল’ (১৮৭৬) — গদ্য ও পদ্য মিলিত একটি রূপকধর্মী আত্মজীবনীমূলক কাব্য, যেখানে তিনি তাঁর বিড়ম্বিত দাম্পত্য জীবনের করুণ কাহিনি তুলে ধরেছেন।
-
এছাড়া তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থ হলো ‘সঙ্গীতসার’ ও ‘সঙ্গীতলহরী’।
-
তিনি ১৯০৩ সালে স্বগ্রামে মৃত্যুবরণ করেন এবং পারিবারিক গোরস্থানে সমাহিত হন।
-
তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তাঁকে (মরণোত্তর) একুশে পদক প্রদান করা হয়।

0
Updated: 6 days ago
সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
রহু চণ্ডালের হাড়
B
কৈবর্ত খণ্ড
C
ফুল বউ
D
অলীক মানুষ
“অলীক মানুষ” উপন্যাস
-
লেখক: সৈয়দ মুস্তাফা সিরাজ
-
পটভূমি: উনিশ–বিশ শতকের সময়ের একটি মুসলিম পীর পরিবারের জীবন
-
বিষয়বস্তু: উপন্যাসে বাস্তব ও অলৌকিক ঘটনার মিশ্রণ দেখা যায়। এটি বাঙালি হিন্দু-মুসলিম জীবনের অজানা দিকগুলোও তুলে ধরেছে।
-
রচনাশৈলী: কোলাজ পদ্ধতিতে লেখা; বিভিন্ন ঘটনা, মিথ, কিংবদন্তী, ব্যক্তিগত ডায়েরি এবং সংবাদপত্রের কাটিং সংযোজিত।
-
প্রাপ্ত পুরস্কার:
-
ভুয়ালকা পুরস্কার, ১৯৯০
-
বঙ্কিম স্মৃতি পুরস্কার, ১৯৯৪
-
সাহিত্য অকাদেমি পুরস্কার, ১৯৯৪
-
সুরমা চৌধুরী মেমোরিয়াল আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার, ২০০৮
-
উৎস: “অলীক মানুষ” উপন্যাস

0
Updated: 1 month ago