বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস-
A
নিরন্তর ঘন্টাধ্বনি
B
ইন্দিরা
C
দিবারাত্রির কাব্য
D
কল্পতরু
উত্তরের বিবরণ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
তিনি একজন ঔপন্যাসিক ও সাংবাদিক।
-
জন্ম: ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে।
-
তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
-
প্রথম উপন্যাস: রাজমোহনস ওয়াইফ (ইংরেজিতে লেখা)।
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস: দুর্গেশনন্দিনী।
-
প্রথম কাব্যগ্রন্থ: ললিতা তথা মানস।
-
ত্রয়ী উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
কৃষ্ণকান্তের উইল
অন্যান্য উল্লেখযোগ্য লেখকদের উপন্যাস
-
ইন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় – কল্পতরু
-
সেলিনা হোসেন – নিরন্তর ঘন্টাধ্বনি
-
মানিক বন্দ্যোপাধ্যায় – দিবারাত্রির কাব্য
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'আরেক ফাল্গুন' উপন্যাসের রচয়িতা কে?
Created: 4 months ago
A
জহির রায়হান
B
সৈয়দ ওয়ালীউল্লাহ
C
মানিক বন্দোপাধ্যায়
D
সৈয়দ শামসুল হক
জহির রায়হান রচিত ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। বিশেষত ১৯৫৫ সালের ২১শে ফেব্রুয়ারি উদযাপনের অভিজ্ঞতা ও তার প্রভাব এই উপন্যাসে প্রতিফলিত হয়েছে।
-
প্রকাশকাল: ১৯৬৮
-
বিষয়বস্তু: ১৯৪৮ থেকে শুরু করে ১৯৫২ এবং ১৯৫৫ পর্যন্ত ভাষা আন্দোলনের ধারা, ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণ, রাজনৈতিক চেতনা, প্রেম-ভালোবাসা ইত্যাদি উপন্যাসের মূল বিষয়।
-
একটি উল্লেখযোগ্য সংলাপ: “আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।”
জহির রায়হান
-
জন্ম: ১৯৩৫, মজিপুর গ্রাম, ফেনী জেলা
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ
-
পেশা: লেখক, চলচ্চিত্র নির্মাতা
-
উল্লেখযোগ্য পুরস্কার: হাজার বছর ধরে উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন।
জহির রায়হানের উপন্যাসসমূহ
-
শেষ বিকেলের মেয়ে
-
হাজার বছর ধরে
-
আরেক ফাল্গুন
-
বরফ গলা নদী
-
আর কত দিন
-
কয়েকটি মৃত্যু
Stop Genocide (প্রামাণ্যচিত্র)-
Let There Be Light (ইংরেজি ভাষায়)
-
কাঁচের দেয়াল
-
বেহুলা
-
সঙ্গম
-
জীবন থেকে নেয়া
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর

0
Updated: 4 months ago
কোনটি ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস?
Created: 3 weeks ago
A
রেইনকোট
B
খোয়াবনামা
C
দোজখের ওম
D
চিলেকোঠার সেপাই
চিলেকোঠার সেপাই ও আখতারুজ্জামান ইলিয়াস
-
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি বিশিষ্ট কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত। এটি তার একটি মহাকাব্যোচিত উপন্যাস।
-
উপন্যাসটি উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।
-
প্রধান চরিত্র ওসমান, যে কোনো বাড়ির চিলেকোঠায় থাকলেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের সঙ্গে মিলিত হয়েছিল।
আখতারুজ্জামান ইলিয়াস রচিত অন্যান্য গ্রন্থ:
-
উপন্যাস:
-
চিলেকোঠার সেপাই
-
খোয়াবনামা
-
-
গল্পগ্রন্থ:
-
খোয়ারি
-
দুধেভাতে উৎপাত
-
দোজখের ওম
-
উল্লেখযোগ্য তথ্য:
-
‘রেইনকোট’ তার মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প।
-
‘খোয়াবনামা’ উপন্যাসে গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবন, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, আসামের ভূমিকম্প, তেভাগা আন্দোলন, ১৯৪৩ সালের মন্বন্তর এবং পাকিস্তান আন্দোলনসহ অসাম্প্রদায়িক দাঙ্গার ঐতিহাসিক উপাদান নিপুণভাবে উপস্থাপন করা হয়েছে।

0
Updated: 3 weeks ago
'প্রেম-পারিজাত' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
ফররুখ আহমেদ
B
কায়কোবাদ
C
মীর মশাররফ হোসেন
D
বেগম রোকেয়া
কায়কোবাদ আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি হিসেবে পরিচিত। তিনি ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শাহামতউল্লাহ আল কোরেশী ছিলেন ঢাকার জেলা-জজ আদালতের উকিল। প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, সাহিত্যিক ছদ্মনাম ‘কায়কোবাদ’। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য বিরহবিলাপ প্রকাশিত হয়।
-
প্রধান কাব্যগ্রন্থসমূহ:
-
কুসুম-কানন
-
অশ্রুমালা
-
মহাশ্মশান (পানিপথের তৃতীয় যুদ্ধ, ১৭৬১, অবলম্বনে রচিত)
-
শিব-মন্দির
-
অমিয়ধারা
-
শ্মশান-ভস্ম
-
মহরম শরীফ
-
-
কবির মৃত্যুর পর প্রকাশিত কাব্য:
-
প্রেমের ফুল
-
প্রেমের বাণী
-
প্রেম-পারিজাত
-
মন্দাকিনী-ধারা
-
গওছ পাকের প্রেমের কুঞ্জ
-

0
Updated: 2 weeks ago