কোনটি মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস?
A
রাজসিংহ
B
আনোয়ারা
C
পরিণীতা
D
দৃষ্টিপ্রদীপ
উত্তরের বিবরণ
মোহাম্মদ নজিবর রহমান
-
তিনি মূলত একজন ঔপন্যাসিক ছিলেন।
-
জন্ম: পাবনা জেলার শাহজাদপুরের চরবেলতৈল গ্রামে।
-
নজিবর রহমান ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রত হন।
-
প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা লিখে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস
-
চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি
-
পরিণাম
-
গরীবের মেয়ে
-
দুনিয়া আর চাই না
অন্যান্য লেখকদের উল্লেখযোগ্য উপন্যাস
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – রাজসিংহ
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – পরিণীতা
-
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় – দৃষ্টিপ্রদীপ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
মাইকেল মধুসূদন দত্ত রচিত 'পদ্মাবতী' কোন ধরনের রচনা?
Created: 2 weeks ago
A
কবিতা
B
সনেট
C
নাটক
D
কাব্যগ্রন্থ
'পদ্মাবতী' হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি নাটক।
-
পদ্মাবতী নাটকে (দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্কে) তিনি প্রথমবার অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন।
মাইকেল মধুসূদন দত্ত
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রাম
-
পরিচিতি: মহাকবি ও নাট্যকার
-
বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক
-
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
প্রথম কাব্যগ্রন্থ: The Captive Lady (ইংরেজিতে রচিত)
রচিত নাটকসমূহ:
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
প্রহসনসমূহ:
-
একেই কি বলে সভ্যতা
-
বুড় সালিকের ঘাড়ে রোঁ

0
Updated: 2 weeks ago
রামমোহন রায় রচিত ব্রহ্মসূত্রের অনুবাদ ও টীকা কোনটি?
Created: 1 month ago
A
বেদান্তসার
B
গোস্বামীর সহিত বিচার
C
বেদান্তগ্রন্থ
D
ভট্টাচার্যের সহিত বিচার
বেদান্তগ্রন্থ
-
‘বেদান্তগ্রন্থ’ (১৮১৫) রামমোহন রায় কর্তৃক ব্রহ্মসূত্রের অনুবাদ ও টীকা।
-
বাংলাগদ্যের ইতিহাসে এই গ্রন্থটির ঐতিহাসিক মূল্য অসামান্য।
-
গ্রন্থের উদ্দেশ্য: পৌত্তলিকতা হিন্দু ধর্মের মুখ্য নয়, বরং ব্রহ্মই একমাত্র তত্ত্ব ও উপাস্য।
-
এই গ্রন্থ অবলম্বন করে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে প্রবল বাকবিতর্ক সৃষ্টি হয়।
রাজা রামমোহন রায়
-
বাংলার নবজাগরণের আদি পুরুষ, জন্ম: ১৭৭২ সালের ২২শে মে, হুগলী জেলার রাধানগর।
-
১৮৩০ সালে খেতাবসর্বস্ব মুগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন এবং ব্রিটিশ রাজ ও পার্লামেন্টে ওকালতি করার জন্য ইংল্যান্ডে পাঠান।
-
কলকাতায় ২০ আগস্ট ১৮২৮ সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় তিনি ব্রাহ্মসমাজ স্থাপন করেন।
-
শিব প্রসাদ রায় ছদ্মনামে মাসিক পত্রিকা প্রকাশ করতেন।
-
তিনি প্রায় ৩০টি গ্রন্থ রচনা করেছেন।
উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
-
বেদান্তগ্রন্থ
-
বেদান্তসার
-
ভট্টাচার্যের সহিত বিচার
-
গোস্বামীর সহিত বিচার
-
সহমরন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
-
গৌড়ীয় ব্যাকরণ প্রভৃতি
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক-
Created: 1 week ago
A
ডাকঘর
B
বাল্মীকি প্রতিভা
C
অচলায়তন
D
রক্তকরবী
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ এবং সমাজ-সংস্কারক।
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
নোবেল পুরস্কার: ১৯১৩ সালে Song Offerings (গীতাঞ্জলি অবলম্বনে) গ্রন্থের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন।
-
ডক্টরেট: ১৯৪০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট উপাধি লাভ করেন।
-
মৃত্যু: ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
-
প্রথম প্রকাশিত কবিতা: হিন্দুমেলার উপহার
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: কবি-কাহিনী
-
প্রথম প্রকাশিত নাটক: বাল্মীকি প্রতিভা
-
প্রথম প্রকাশিত উপন্যাস: বৌ ঠাকুরাণীর হাট
-
প্রথম প্রকাশিত ছোটগল্প: ভিখারিণী
-
প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ: বিবিধ প্রসঙ্গ

0
Updated: 1 week ago