রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দ, ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকো, ঠাকুর পরিবার।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মা: সারদা দেবী।
-
ঠাকুরবাড়ির প্রভাবশালী পরিবেশে শৈশবেই কবি-প্রতিভার বিকাশ।
-
১৯০১ সালে প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন বিদ্যালয়।
-
১৯১৩ সালে ইংরেজি কাব্য ‘গীতাঞ্জলি’ (১৯১১) এর জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
রচিত কাব্যগ্রন্থ
-
প্রভাতসঙ্গীত
-
মানসী
-
সোনার তরী
-
চিত্র
-
চৈতালী
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পুনশ্চ
রচিত উপন্যাস
-
চোখের বালি
-
গোরা
-
ঘরে বাইরে
-
যোগাযোগ
-
শেষের কবিতা
অন্যান্য
-
সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ: বেনু ও বীনা, সবিতা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া