মীর মশাররফ হোসেন
-
তিনি ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।
-
জন্ম: ১৮৪৭ সালের ১৩ নভেম্বর, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া।
-
ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকার মফস্বল সংবাদদাতা ছিলেন।
-
সম্পাদনা করেছেন আজিজননেহার এবং হিতকরী নামে দুটি পত্রিকা।
-
পরিচিতি: বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
রচিত নাটক
-
বসন্তকুমারী
-
জমীদার দর্পণ
-
বেহুলা গীতাভিনয়
-
টালা অভিনয়
রচিত উপন্যাস
-
বিষাদ-সিন্ধু
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া