”পাখির বাসা” শিশুতোষ গ্রন্থের জন্যে ফররুখ আহমদ কী পুরস্কার লাভ করেন?
A
ইউনেস্কো পুরস্কার
B
আদমজি পুরস্কার
C
বাংলা একাডেমি পুরস্কার
D
রবীন্দ্রনাথ পুরস্কার
উত্তরের বিবরণ
ফররুখ আহমদ
-
তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি কবি।
-
জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।
-
পরিচিতি: ‘মুসলিম রেনেসাঁর কবি’ বা ‘মুসলিম পুনর্জাগরণবাদী কবি’ হিসেবে।
-
তাঁর কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
-
পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে।
-
হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে তিনি আদমজি পুরস্কার লাভ করেন।
-
পাখির বাসা গ্রন্থের জন্যে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্য
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
হাতেমতায়ী
-
হাবেদা মরুর কাহিনী ইত্যাদি
তাঁর শিশুতোষ রচনা
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
‘শূন্যপুরাণ’ কোন ধর্মের তত্ত্বীয় গ্রন্থ?
Created: 3 weeks ago
A
বৈষ্ণব ধর্ম
B
বৌদ্ধ ধর্ম
C
হিন্দু ধর্ম
D
জৈন ধর্ম
শূন্যপুরাণ হলো বাংলার প্রাচীন বৌদ্ধ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। এটি মূলত ধর্মপূজা পদ্ধতির বর্ণনার মাধ্যমে বৌদ্ধধর্মের শূন্যবাদ ও হিন্দু লোকধর্মের মিশ্র রূপকে প্রকাশ করেছে।
-
শূন্যপুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত।
-
বিশ্বকোষ প্রণেতা নগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ’ থেকে এটি শূন্যপুরাণ নামে প্রকাশ করেন।
-
এতে ‘শূন্যময় দেবতা’ ধর্মঠাকুরের পূজা-পদ্ধতির বিস্তারিত বর্ণনা রয়েছে।
-
গ্রন্থে ধর্মপূজার বিবরণে বৌদ্ধধর্মের শূন্যবাদ ও হিন্দু লোকধর্মের সংমিশ্রণ দেখা যায়।
-
এটি বিশেষভাবে ধর্মপূজা পদ্ধতিনির্ভর কাব্য।
-
কাব্যগ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত।
-
শূন্যপুরাণ একটি চম্পুকাব্যের উদাহরণ।
-
চম্পুকাব্য হলো গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যরীতি।

0
Updated: 3 weeks ago
'শূন্যপুরাণ' কোন ধর্মীয় তত্ত্বের গ্রন্থ?
Created: 3 weeks ago
A
হিন্দু ধর্মীয়
B
খ্রিষ্ট ধর্মীয়
C
বৌদ্ধ ধর্মীয়
D
জৈন ধর্মীয়
শূন্যপুরাণ
-
লেখক: রামাই পণ্ডিত
-
এটি বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের উপর রচিত একটি গ্রন্থ এবং অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন।
-
ধরন: ধর্মপূজাপদ্ধতি; গদ্য ও পদ্যের মিশ্রণে রচিত চম্পুকাব্য।
-
গ্রন্থটি মোট ৫১টি অধ্যায় সম্বলিত, যার প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব বিষয়ক।
-
রচনার সময়কাল: ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে।
-
গ্রন্থটি নামহীন অবস্থায় পাওয়া গিয়েছিল; নাগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘শূন্যপুরাণ’ নামে প্রকাশ করেন।

0
Updated: 3 weeks ago
'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির প্রণেতা-
Created: 1 month ago
A
উইলিয়াম কেরি
B
গোলকনাথ শর্মা
C
রামরাম বসু
D
হরপ্রসাদ রায়
রামরাম বসু
-
রামরাম বসু রচিত ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটি ১৮০১ সালে প্রকাশিত হয়।
-
এটি বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ হিসেবে পরিচিত।
-
রামরাম বসু ছিলেন উইলিয়াম কেরির বাংলা শিক্ষকের ভূমিকা পালনকারী; তিনি কেরিকে বাংলা ভাষা শিখিয়েছিলেন ১৭৯৩ থেকে ১৭৯৬ সালের মধ্যে।
-
এ কারণে তিনি কেরি সাহেবের মুনসি নামে খ্যাত ছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago