A
ইউনেস্কো পুরস্কার
B
আদমজি পুরস্কার
C
বাংলা একাডেমি পুরস্কার
D
রবীন্দ্রনাথ পুরস্কার
উত্তরের বিবরণ
ফররুখ আহমদ
-
তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি কবি।
-
জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।
-
পরিচিতি: ‘মুসলিম রেনেসাঁর কবি’ বা ‘মুসলিম পুনর্জাগরণবাদী কবি’ হিসেবে।
-
তাঁর কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
-
পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে।
-
হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে তিনি আদমজি পুরস্কার লাভ করেন।
-
পাখির বাসা গ্রন্থের জন্যে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্য
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
হাতেমতায়ী
-
হাবেদা মরুর কাহিনী ইত্যাদি
তাঁর শিশুতোষ রচনা
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা -
Created: 3 months ago
A
মুহম্মদ আব্দুল হাই
B
মোঃ বরকতুল্লাহ
C
ড. মুহম্মদ শহীদুল্লাহ
D
মওলানা আকরম খাঁ
• মাওলানা আকরম খাঁ:
- মাওলানা আকরম খাঁ ১৮৬৮ সালে পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার হাকিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত সাংবাদিক, রাজনীতিক, ইসলামিশাস্ত্রজ্ঞ ছিলেন।
- তিনি বাংলাসহ আরবি, উর্দু, পারসি ও সংস্কৃত ভাষায় ব্যুৎপন্ন ছিলেন।
- তাঁর সম্পাদনায় ১৯০৩ সালে 'মাসিক মোহাম্মদী' পত্রিকা প্রকাশিত হয়।
- তাঁর সম্পাদিত দুটি স্বল্পস্থায়ী দৈনিক পত্রিকার নাম: উর্দু দৈনিক 'জামানা' (১৯২০) ও বাংলা দৈনিক 'সেবক' (১৯২১)।
- তাঁর সাংবাদিক জীবনের কীর্তি 'আজাদ' পত্রিকা প্রকাশ ও সম্পাদনা (১৯৩৬ সালের ৩১শে অক্টোবর থেকে)।
- তিনি ১৮ই অগস্ট, ১৯৬৮ মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত গদ্যগ্রন্থগুলো:
- হজরত মোহাম্মদ-এর (স.) জীবনী 'মোস্তফা চরিত' (১৯২৩),
- মোসলেম বাংলার সামাজিক ইতিহাস (১৯৬৫) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
প্রবোধচন্দ্রিকা” গ্রন্থটির রচয়িতা কে?
Created: 1 week ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
মনোএল দা আস্সুম্পসাঁউ
C
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
D
উইলিয়াম কেরী
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
তিনি উনিশ শতকের একজন বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ ও লেখক ছিলেন।
-
জন্ম: তৎকালীন ওড়িষা প্রদেশের মেদিনীপুর জেলা।
-
নাটোর রাজবাড়ির দরবারে লেখাপড়া করে তিনি একজন উচ্চমানের সংস্কৃত পণ্ডিতে পরিণত হন।
-
বাংলা গদ্যের প্রাথমিক যুগে তিনি প্রধান লেখক এবং উনিশ শতকের প্রথম শ্রেষ্ঠ বাংলা গদ্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন।
-
উইলিয়াম কেরীর সুপারিশে ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পণ্ডিত নিযুক্ত হন।
-
এছাড়াও তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ‘জজ-পণ্ডিত’ হিসেবেও দায়িত্ব পালন করেন।
-
ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে সর্বাধিক গ্রন্থের রচয়িতাহিসেবে তিনি বিশেষভাবে উল্লেখযোগ্য।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ
-
বত্রিশ সিংহাসন
-
রাজাবলী
-
হিতোপদেশ
-
বেদান্তচন্দ্রিকা
-
প্রবোধচন্দ্রিকা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
’শরৎ প্রতিভা’ গ্রন্থের লেখক কে?
Created: 1 week ago
A
হুমায়ূন আহমেদ
B
জাহানারা ইমাম
C
মাইকেল মধুসূদন দত্ত
D
নীলিমা ইব্রাহিম
নীলিমা ইব্রাহিম
-
তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী।
-
জন্ম: ১৯২১ সালের ১১ অক্টোবর, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে, একটি জমিদার পরিবারে।
-
তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ, নারী-উন্নয়ন সংস্থা এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
রচিত উপন্যাস
-
বিশ শতকের মেয়ে
-
এক পথ দুই বাঁক
-
কেয়াবন সঞ্চারিণী
-
বহ্নিবলয় ইত্যাদি
রচিত প্রবন্ধ ও গবেষণা
-
শরৎ প্রতিভা
-
বাংলার কবি মধুসূদন
-
ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলার নাটক
-
বাঙালী মানস ও বাংলা সাহিত্য
-
অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভস্মাচ্ছাদিত কন্যা আমি
-
আমি বীরাঙ্গনা বলছি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago