A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
মাইকেল মধুসূদন দত্ত
C
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
D
প্যারীচাঁদ মিত্র
উত্তরের বিবরণ
প্যারীচাঁদ মিত্র
-
তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও ব্যবসায়ী।
-
জন্ম: ১৮১৪ সালের ২২ জুলাই, কলকাতা।
-
তিনি “টেকচাঁদ ঠাকুর” ছদ্মনামে সাহিত্য রচনা করতেন।
-
প্রথম উপন্যাস: ‘আলালের ঘরে দুলাল’।
-
কিছু মত অনুযায়ী এটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস।
-
তাঁকে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয়।
-
সাংবাদিকতা ও বাংলা সাহিত্যে অবদানের জন্যই বিশেষ পরিচিতি লাভ করেন।
-
নিয়মিত লেখক ছিলেন দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া এবং বেঙ্গল স্পেক্টেটর পত্রিকায়।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ
-
মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়
-
রামারঞ্জিকা
-
কৃষিপাঠ
-
ডেভিড হেয়ারের জীবনচরিত
-
বামাতোষিণী
তাঁর রচিত উপন্যাস
-
আলালের ঘরের দুলাল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
'বিষাদ সিন্ধু' একটি-
Created: 1 week ago
A
গবেষণা গ্রন্থ
B
ধর্মবিষয়ক প্রবন্ধ
C
ইতিহাস আশ্রয়ী উপন্যাস
D
আত্মজীবনী
বিষাদ-সিন্ধু উপন্যাস
-
লেখক ও খ্যাতি: মীর মশাররফ হোসেনের খ্যাতি প্রধানত বিষাদ-সিন্ধু উপন্যাসের জন্য।
-
প্রকাশকাল: ১৮৮৫–১৮৯১।
-
ধরণ ও বিষয়: ইতিহাসভিত্তিক উপন্যাস; ইমাম হাসান ও হোসেনের করুণ মৃত্যুকাহিনি, দামেস্কের অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা যুদ্ধের বর্ণনা মূল বিষয়।
-
ঐতিহাসিক সত্যতা: মূল ঘটনাগুলো ইতিহাসভিত্তিক হলেও, লেখক ইতিহাসের অন্ধ অনুসরণ করেননি।
-
রচনা: উপন্যাসটি তিনটি পর্বে বিভক্ত:
-
মহরম পর্ব (উপক্রমণিকা + ২৬টি অধ্যায়)
-
উদ্ধার পর্ব (৩০টি অধ্যায়)
-
এজিদ-বধ পর্ব (৫টি অধ্যায় + উপসংহার)
-
-
জনপ্রিয়তার কারণ:
-
ইসলাম ধর্ম সম্পর্কিত স্পর্শকাতর কাহিনির কারণে সাধারণ মুসলিম পাঠকের কাছে জনপ্রিয়।
-
জাদুকরী ভাষা ও রচনাশৈলীর কারণে সাহিত্যরসিকের কাছে প্রিয়।
-
জয়নাবের রূপসুন্দর্য ও এজিদের রূপতৃষ্ণার পরিণতি নিয়ে বর্ণিত বিপর্যয় কাহিনি উপন্যাসটিকে সর্বজনীন করে তুলেছে।
-
-
সাহিত্যিক প্রভাব: অ্যান্টি-এস্টাব্লিশমেন্ট চেতনা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য থেকে গ্রহণ করা হয়েছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
কোনটি উপন্যাস?
Created: 1 month ago
A
নতুন চাঁদ
B
কন্যাকুমারী
C
গড্ডলিকা
D
নেমেসিস
রাশিদা আখতারের লেখা একটি উল্লেখযোগ্য উপন্যাস হলো 'কন্যাকুমারী'।
এদিকে,
-
'নতুন চাঁদ' হলো কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ।
-
'গড্ডলিকা' নামক গল্পগ্রন্থটির রচয়িতা রাজশেখর বসু।
-
আর নাট্যজগতে নুরুল মোমেনের লেখা 'নেমেসিস' একটি গুরুত্বপূর্ণ নাটক হিসেবে পরিচিত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং 'কন্যাকুমারী' উপন্যাস (রাশিদা আখতার)।

0
Updated: 1 month ago
'সুলতানার স্বপ্ন' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত
Created: 1 month ago
A
উপন্যাস
B
কাব্যগ্রন্থ
C
প্রবন্ধ গ্রন্থ
D
নাটক
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'সুলতানার স্বপ্ন', 'পদ্মরাগ'। তাঁর রচিত গদ্যগ্রন্থ হলো মতিচুর, অবরোধবাসিনী।

0
Updated: 1 month ago