ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে- 

Edit edit

A

মূল মধ্যরেখা 

B

কর্কট ক্রান্তি রেখা 

C

মকর ক্রান্তি রেখা 

D

আন্তর্জাতিক তারিখ রেখা

উত্তরের বিবরণ

img

কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer)

  • কর্কটক্রান্তি রেখা হলো পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখা, যা ২৩.৫° উত্তর অক্ষাংশ বরাবর বিস্তৃত।

  • এই রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে, যা দেশের ভৌগোলিক অবস্থানকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।

  • সূর্য প্রতিবছর একবার বিষুবরেখা অতিক্রম করে উত্তরের দিকে গিয়ে সর্বোচ্চ ২৩.৫° উত্তর অক্ষাংশ পর্যন্ত পৌঁছায়, এরপর আবার দক্ষিণে ফিরে যায়। সূর্যের এই গমনপথের সীমান্তরেখাটিই কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।

  • পৃথিবীর নিরক্ষরেখা থেকে কোনো একটি স্থানের কেন্দ্রবিন্দু পর্যন্ত কৌণিক দূরত্বকে অক্ষাংশ বলা হয়, এবং এ দূরত্বকে বোঝাতে যেসব কাল্পনিক রেখা ব্যবহৃত হয়, সেগুলোকে অক্ষরেখা বলা হয়।

  • ২৩.৫° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা এবং ২৩.৫° দক্ষিণ অক্ষরেখা মকরক্রান্তি রেখা নামে পরিচিত।

  • একইভাবে, ৬৬.৫° উত্তর অক্ষরেখাকে বলা হয় সুমেরু বৃত্ত এবং ৬৬.৫° দক্ষিণ অক্ষরেখাকে কুমেরু বৃত্ত বলা হয়।

তথ্যসূত্র: “ভূগোল ও পরিবেশ”, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD