'নেমেসিস' নাটকটি কোন পটভূমিতে রচিত হয়?
A
ভাষা আন্দোলন
B
ঊনপঞ্চাশের মন্বন্তর
C
দেশভাগ
D
ব্রিটিশ বিরোধী আন্দোলন
উত্তরের বিবরণ
নুরুল মোমেন
-
জন্ম: ১৯০৬, ফরিদপুর জেলার আলফাডাঙ্গায়।
-
তিনি মূলত নাট্যকার ছিলেন।
-
তাঁর প্রথম নাটক ‘রূপান্তর’ ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়।
-
শ্রেষ্ঠ নাটক: নেমেসিস।
-
‘নেমেসিস’ নাটকটি প্রথম শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়।
-
এটি ঊনপঞ্চাশের মন্বন্তর পটভূমিতে রচিত।
-
১৯৪৮ সালে তাঁর ‘বহুরূপা’ নামে একটি রম্যরচনা প্রকাশিত হয়।
নুরুল মোমেনের রচিত বিখ্যাত নাটকসমূহ
-
নেমেসিস
-
যদি এমন হতো
-
নয়া খান্দান
-
আলোছায়া
-
আইনের অন্তরালে
-
শতকরা আশি
-
রূপান্তর
-
যেমন ইচ্ছা তেমন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া, সংশ্লিষ্ট বই

0
Updated: 1 month ago
'কেরামতমঙ্গল' - নাটকটি রচনা করেন কে?
Created: 3 weeks ago
A
আবুল কালাম শামসুদ্দীন
B
আব্দুল্লাহ আল মামুন
C
সেলিম আল দীন
D
মামুনুর রশীদ
সেলিম আল দীন ছিলেন আধুনিক বাংলা নাটকের অন্যতম প্রধান নাট্যকার। তিনি ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৮ই নভেম্বর তৎকালীন নোয়াখালি জেলার সোনাগাজির সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথমদিকে কবিতা লিখলেও ১৯৭২ সালে তাঁর রচিত ‘নীল শয়তান: তাহিতি ইত্যাদি’ নাটকটি টেলিভিশন ও বেতারে প্রচারিত হলে তাঁর নাট্যরচনার পরিচিতি শুরু হয়। একই বছরে ডাকসু মঞ্চস্থ করে ‘জন্ডিস ও বিবিধ বেলুন’, যা নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে। পরবর্তীতে ১৯৭৩ সালে ডাকসু নাট্যচক্র তাঁর লেখা ‘এক্সপ্লোসিভ ও মূল সমস্যা’ মঞ্চস্থ করলে তিনি নাট্যকার হিসেবে ব্যাপক পরিচিতি পান।
তাঁর রচিত নাট্যগ্রন্থসমূহ:
-
সর্প বিষয়ক গল্প ও অন্যান্য
-
বাসন
-
কেরামতমঙ্গল
-
কিত্তনখোলা
-
হাতহদাই
-
শকুন্তলা
-
মুনতাসীর ফ্যান্টাসি
-
জন্ডিস ও বিবিধ বেলুন
-
চাকা
-
যৈবতী কন্যার মন
-
হরগজ
-
নিমজ্জন

0
Updated: 3 weeks ago
সিরাজগঞ্জে সংঘটিত কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত নাটক কোনটি?
Created: 3 weeks ago
A
জমিদার দর্পণ
B
নবান্ন
C
নুরুলদীনের সারা জীবন
D
গোত্রান্তর
‘জমিদার দর্পণ’ নাটক
-
রচয়িতা: মীর মশাররফ হোসেন।
-
বিষয়বস্তু: ১৮৭২-৭৩ সালের সিরাজগঞ্জের কৃষক-বিদ্রোহের প্রেক্ষাপট।
-
কাহিনী: অত্যাচারী জমিদার হায়ওয়ান আলী এর অত্যাচার এবং অধীনস্থ প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নূরন্নেহারকে ধর্ষণ ও হত্যার ঘটনা।
-
বৈশিষ্ট্য: নাটকটির দৃশ্য ও ঘটনা সম্পূর্ণ বাস্তবসম্মত, কোন অংশই সাজানো নয়।
-
প্রভাব: নামকরণে ও ঘটনা বিন্যাসে দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটকের প্রভাব লক্ষ্য করা যায়।
অন্য সমকালীন নাটকসমূহ:
-
‘নবান্ন’ – বিজন ভট্টাচার্য রচিত; পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে কৃষক জীবনের দুঃখ ও সংগ্রামের কাহিনি।
-
‘গোত্রান্তর’ (১৯৬০) – বিজন ভট্টাচার্য রচিত; ছিন্নমূল পূর্ববঙ্গবাসীর ভাগ্যবিপর্যয়।
-
‘নুরুলদীনের সারা জীবন’ – সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য; রংপুরের কৃষক বিদ্রোহের বিষয়বস্তু।

0
Updated: 3 weeks ago
'কবর' নাটকটির লেখক-
Created: 5 months ago
A
জসীমউদ্দীন
B
নজরুল ইসলাম
C
মুনীর চৌধুরী
D
দ্বিজেন্দ্রলাল রায়
• ‘কবর’ নাটক:
- ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনীর চৌধুরী রচিত নাটক 'কবর'।
- নাটকটি লেখক জেলে থাকা অবস্থায় রচনা করেন এবং ১৯৫৩ সালে জেলের রাজবন্দিদের দ্বারা নাটকটি প্রথম অভিনীত হয়।
- নাটকটি ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
• ‘কবর’ নাটকের কাহিনি সংক্ষেপ:
- মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত 'Bury The Dead' (১৯৩৬) নাটকের অনুসরণে এদেশীয় ঘটনা কেন্দ্র করে 'কবর' নাটক লেখা হয়েছে।
- 'কবর' নাটকে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে শহরে কারফিউ দিয়ে লাশ গুম করতে গভীর রাতে কবরস্থানে নিয়ে যায়। পুলিশ ইন্সপেক্টর হাফিজ এবং নেতা (নাটকে তার নাম নেই) যৌথভাবে এ দায়িত্ব নেয়। কিন্তু লাশগুলো ছিন্নভিন্ন দেখে তারা ধর্মীয় প্রথা অনুসারে কবরস্থ না করে একত্রে মাটিচাপা দেবার সিদ্ধান্ত নেয়। এতে বাধা দেয় গোর-খোদক। কবরস্থানে আশ্রয় নেয়া আরেক স্বজনহারা পাগল মুর্দা ফকিরও প্রতিবাদ জানায়।
বলে: এ লাশগুলো আন্দোলনকারীর। এরা এভাবে কবরে যাবে না। লাশগুলোও তখন উঠে দাঁড়ায় এবং বলে: আমরা কবরে যাবো না। এসব দেখে মদ্যপ ইন্সপেক্টর ও নেতা ভয় পেয়ে যায়।
- 'কবর' একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।
---------------------
• মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
মুনীর চৌধুরীর মৌলিক নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দণ্ডকারণ্য।
অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 5 months ago