A
প্রভাস
B
অবকাশরঞ্জিনী
C
কুরুক্ষেত্র
D
রৈবতক
উত্তরের বিবরণ
নবীনচন্দ্র সেন রচিত ত্রয়ী কাব্য
-
নবীনচন্দ্র সেন রচিত ত্রয়ী কাব্যের অন্তর্ভুক্ত নয়: অবকাশরঞ্জিনী।
-
এটি তাঁর প্রথম কাব্যসংকলন, যা ১৮৭১ সালে প্রকাশিত হয়।
-
কাব্যগ্রন্থটি দেশপ্রেম ও আত্মচিন্তামূলক ভাবধারার।
নবীনচন্দ্র সেন রচিত ত্রয়ী কাব্যের অন্তর্ভুক্ত নয়: অবকাশরঞ্জিনী।
এটি তাঁর প্রথম কাব্যসংকলন, যা ১৮৭১ সালে প্রকাশিত হয়।
কাব্যগ্রন্থটি দেশপ্রেম ও আত্মচিন্তামূলক ভাবধারার।
নবীনচন্দ্র সেন
-
জন্ম: ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি, চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে।
-
ছাত্রজীবন থেকেই কবিতা রচনা শুরু করেন।
-
প্যারীচরণ সরকার সম্পাদিত এডুকেশন গেজেট-এ তাঁর কবিতা প্রকাশিত হতো।
-
তাঁর প্রথম কাব্যসংকলন অবকাশরঞ্জিনী প্রকাশিত হয় ১৮৭১ সালে।
-
১৮৭৫ সালে তাঁর পলাশীর যুদ্ধ মহাকাব্য প্রকাশিত হলে তিনি ব্রিটিশ সরকারের রোষানলে পড়েন।
-
তাঁর রচিত রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস—এই তিনটি কাব্যগ্রন্থকে ত্রয়ী কাব্য বলা হয়।
-
এই তিন কাব্যের কাহিনি একই সুতোয় বাঁধা, এবং তিন কাব্যের নায়ক শ্রীকৃষ্ণ।
জন্ম: ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি, চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে।
ছাত্রজীবন থেকেই কবিতা রচনা শুরু করেন।
প্যারীচরণ সরকার সম্পাদিত এডুকেশন গেজেট-এ তাঁর কবিতা প্রকাশিত হতো।
তাঁর প্রথম কাব্যসংকলন অবকাশরঞ্জিনী প্রকাশিত হয় ১৮৭১ সালে।
১৮৭৫ সালে তাঁর পলাশীর যুদ্ধ মহাকাব্য প্রকাশিত হলে তিনি ব্রিটিশ সরকারের রোষানলে পড়েন।
তাঁর রচিত রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস—এই তিনটি কাব্যগ্রন্থকে ত্রয়ী কাব্য বলা হয়।
এই তিন কাব্যের কাহিনি একই সুতোয় বাঁধা, এবং তিন কাব্যের নায়ক শ্রীকৃষ্ণ।
নবীনচন্দ্র সেনের রচিত কাব্যগ্রন্থ
-
অবকাশরঞ্জিনী
-
পলাশীর যুদ্ধ
-
রৈবতক
-
কুরুক্ষেত্র
-
প্রভাস
-
অমৃতাভ ইত্যাদি
অবকাশরঞ্জিনী
পলাশীর যুদ্ধ
রৈবতক
কুরুক্ষেত্র
প্রভাস
অমৃতাভ ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago