A
রক্তরাগ
B
প্রসূন
C
সাহারা
D
হাসনাহেনা
উত্তরের বিবরণ
গোবিন্দচন্দ্র দাস
-
গোবিন্দচন্দ্র দাস ছিলেন একজন স্বভাবকবি।
-
জন্ম: ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি, ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে এক দরিদ্র পরিবারে।
-
১৮৮৭-৮৮ সালে কলকাতায় অবস্থানকালে তিনি মাসিক পত্রিকা ‘বিভা’ প্রকাশ করেন এবং শেরপুরে ‘চারুবার্তা’ কাগজের অধ্যক্ষ ছিলেন।
-
রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই তিনি খ্যাতি অর্জন করেন।
-
অ্যালেন হিউম রচিত ‘অ্যায়োএক’ কবিতা অনুবাদের জন্য তিনি পরিচিত।
-
নরনারীর ইন্দ্রিয়জ প্রেম হলো তাঁর কাব্যের মুখ্য বিষয়বস্তু।
-
তবে স্বদেশপ্রেম, পল্লিপ্রকৃতি ও মানবজীবনের কথাও তাঁর কাব্যে বর্ণিত হয়েছে।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ
-
প্রসূন
-
প্রেম ও ফুল
-
কুকুম
-
মগের মুলুক (ব্যঙ্গকাব্য)
-
কস্তুরী
-
চন্দন
-
ফুলরেণু (সনেট)
-
বৈজয়ন্তী
-
শোক ও সান্ত্বনা
-
শোকোচ্ছ্বাস ইত্যাদি
অন্যদিকে
গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থ:
-
রক্তরাগ
-
সাহারা
-
হাসনাহেনা
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago