’রূপজালাল’ গ্রন্থটির রচয়িতা কে?
A
সেলিনা হোসেন
B
নওয়াব ফয়জুন্নেসা
C
সুফিয়া কামাল
D
জাহানারা ইমাম
উত্তরের বিবরণ
নওয়াব ফয়জুন্নেসা
-
তিনি একজন জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি।
-
কুমিল্লা জেলার লাকসাম উপজেলাধীন পশ্চিমগাঁও গ্রামে এক জমিদার বংশে তিনি জন্মগ্রহণ করেন।
-
পিতা: আহমদ আলী চৌধুরি, হোমনাবাদ-পশ্চিমগাঁও-এর জমিদার।
-
পারিবারিক পরিবেশে গৃহশিক্ষকের তত্ত্বাবধানে বাড়িতেই তিনি শিক্ষালাভ করেন।
-
মুসলমানদের কঠিন পর্দাপ্রথার মধ্যেও ফয়জুন্নেসা আরবি, ফারসি ও উর্দুর পাশাপাশি বাংলা ও সংস্কৃত ভাষা ও ব্যুৎপত্তি অর্জন করেন।
-
রূপজালাল (১৮৭৬) গ্রন্থটি গদ্যে-পদ্যে রচিত, রূপকের আশ্রয়ে একটি আত্মজীবনীমূলক রচনা।
-
এতে তাঁর বিড়ম্বিত দাম্পত্য জীবনের করুণ কাহিনি স্থান পেয়েছে।
-
এছাড়া সঙ্গীতসার ও সঙ্গীতলহরী নামে তাঁর দু’খানি কাব্য রচনা রয়েছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা -
Created: 5 months ago
A
মুহম্মদ আব্দুল হাই
B
মোঃ বরকতুল্লাহ
C
ড. মুহম্মদ শহীদুল্লাহ
D
মওলানা আকরম খাঁ
• মাওলানা আকরম খাঁ:
- মাওলানা আকরম খাঁ ১৮৬৮ সালে পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার হাকিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত সাংবাদিক, রাজনীতিক, ইসলামিশাস্ত্রজ্ঞ ছিলেন।
- তিনি বাংলাসহ আরবি, উর্দু, পারসি ও সংস্কৃত ভাষায় ব্যুৎপন্ন ছিলেন।
- তাঁর সম্পাদনায় ১৯০৩ সালে 'মাসিক মোহাম্মদী' পত্রিকা প্রকাশিত হয়।
- তাঁর সম্পাদিত দুটি স্বল্পস্থায়ী দৈনিক পত্রিকার নাম: উর্দু দৈনিক 'জামানা' (১৯২০) ও বাংলা দৈনিক 'সেবক' (১৯২১)।
- তাঁর সাংবাদিক জীবনের কীর্তি 'আজাদ' পত্রিকা প্রকাশ ও সম্পাদনা (১৯৩৬ সালের ৩১শে অক্টোবর থেকে)।
- তিনি ১৮ই অগস্ট, ১৯৬৮ মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত গদ্যগ্রন্থগুলো:
- হজরত মোহাম্মদ-এর (স.) জীবনী 'মোস্তফা চরিত' (১৯২৩),
- মোসলেম বাংলার সামাজিক ইতিহাস (১৯৬৫) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 5 months ago
'আনোয়ারা' গ্রন্থটি কার রচনা?
Created: 2 months ago
A
কাজী এমদাদুল হক
B
মীর মশাররফ হোসেন
C
মোহাম্মদ নজিবর রহমান
D
ইসমাইল হোসেন সিরাজী
‘আনোয়ারা’ উপন্যাস
-
লেখক: মোহাম্মদ নজিবর রহমান
-
প্রকাশ: প্রথম প্রকাশ ১৯১৪ সালের ১৫ জুলাই, কলকাতা (১৩২১ বঙ্গাব্দে)
-
ধরন: সামাজিক উপন্যাস
-
প্রধান থিম: ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয়, আনোয়ারার স্বামীনিষ্ঠা।
-
মূল বক্তব্য: “সতীর সর্বস্ব পতি, সতী শুধু পতিময়, বিধাতার প্রেমরাজ্যে সতত সতীর জয়।” উপন্যাসে নারীর ইচ্ছার পৃথক কোনো মূল্য নেই।
উল্লেখযোগ্য চরিত্র:
-
আনোয়ারা
-
নুরুল এসলাম
-
খাদেম
-
আজিমুল্লাহ
-
গোলাপজান
মোহাম্মদ নজিবর রহমান
-
পেশা: মূলত ঔপন্যাসিক
-
জন্ম ও মৃত্যু: ১৮ অক্টোবর ১৯২৩ সালে রায়গঞ্জের হাটি কুমরুল গ্রামে মৃত্যু।
-
সাহিত্য জীবন: ইসমাইল হোসেন সিরাজীর অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রত।
-
সাফল্য: প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা লিখে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
-
বিশেষতা: গ্রামীণ মুসলিম পরিবারের জীবনচিত্র উপন্যাসে বাস্তবভাবে উপস্থাপন।
-
উপাধি: সাহিত্যে অবদানের জন্য ‘সাহিত্যরত্ন’।
অন্যান্য উপন্যাস:
-
চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি
-
পরিণাম
-
গরীবের মেয়ে
-
দুনিয়া আর চাই না
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
’শরৎ প্রতিভা’ গ্রন্থের লেখক কে?
Created: 1 month ago
A
হুমায়ূন আহমেদ
B
জাহানারা ইমাম
C
মাইকেল মধুসূদন দত্ত
D
নীলিমা ইব্রাহিম
নীলিমা ইব্রাহিম
-
তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী।
-
জন্ম: ১৯২১ সালের ১১ অক্টোবর, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে, একটি জমিদার পরিবারে।
-
তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ, নারী-উন্নয়ন সংস্থা এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
রচিত উপন্যাস
-
বিশ শতকের মেয়ে
-
এক পথ দুই বাঁক
-
কেয়াবন সঞ্চারিণী
-
বহ্নিবলয় ইত্যাদি
রচিত প্রবন্ধ ও গবেষণা
-
শরৎ প্রতিভা
-
বাংলার কবি মধুসূদন
-
ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলার নাটক
-
বাঙালী মানস ও বাংলা সাহিত্য
-
অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভস্মাচ্ছাদিত কন্যা আমি
-
আমি বীরাঙ্গনা বলছি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago