A
সেলিনা হোসেন
B
নওয়াব ফয়জুন্নেসা
C
সুফিয়া কামাল
D
জাহানারা ইমাম
উত্তরের বিবরণ
নওয়াব ফয়জুন্নেসা
-
তিনি একজন জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি।
-
কুমিল্লা জেলার লাকসাম উপজেলাধীন পশ্চিমগাঁও গ্রামে এক জমিদার বংশে তিনি জন্মগ্রহণ করেন।
-
পিতা: আহমদ আলী চৌধুরি, হোমনাবাদ-পশ্চিমগাঁও-এর জমিদার।
-
পারিবারিক পরিবেশে গৃহশিক্ষকের তত্ত্বাবধানে বাড়িতেই তিনি শিক্ষালাভ করেন।
-
মুসলমানদের কঠিন পর্দাপ্রথার মধ্যেও ফয়জুন্নেসা আরবি, ফারসি ও উর্দুর পাশাপাশি বাংলা ও সংস্কৃত ভাষা ও ব্যুৎপত্তি অর্জন করেন।
-
রূপজালাল (১৮৭৬) গ্রন্থটি গদ্যে-পদ্যে রচিত, রূপকের আশ্রয়ে একটি আত্মজীবনীমূলক রচনা।
-
এতে তাঁর বিড়ম্বিত দাম্পত্য জীবনের করুণ কাহিনি স্থান পেয়েছে।
-
এছাড়া সঙ্গীতসার ও সঙ্গীতলহরী নামে তাঁর দু’খানি কাব্য রচনা রয়েছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
B
বঙ্গভাষা ও সাহিত্য
C
বাংলা সাহিত্যের কথা
D
বাংলা সাহিত্যের রূপরেখা
বঙ্গভাষা ও সাহিত্য
‘বঙ্গভাষা ও সাহিত্য’ গ্রন্থটি ১৮৯৬ সালে দীনেশচন্দ্র সেন রচিত, যা বাংলা সাহিত্যের ধারাবাহিক ও তথ্যবহুল প্রথম ঐতিহাসিক ইতিহাসগ্রন্থ হিসেবে স্বীকৃত।
এই বইয়ে বঙ্গভাষা ও বঙ্গলিপির উৎপত্তি, সংস্কৃত ও প্রাকৃত ভাষার সঙ্গে বাংলার সম্পর্ক, প্রাচীন বাংলা সাহিত্যের বিবরণ এবং মধ্যযুগের ধর্মীয় সম্প্রদায় ও তাদের সাহিত্য সংক্রান্ত আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।
এটি বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করেছে কারণ এখানে সাহিত্য ও সমাজের গভীর আন্তঃসম্পর্ককে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।
দীনেশচন্দ্র সেন
দীনেশচন্দ্র সেন ১৮৬৬ সালের ৩ নভেম্বর ঢাকার বগজুড়ি গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
তিনি পল্লী অঞ্চলে ভ্রমণ করে প্রাচীন বাংলা পুঁথি ও লোককথা সংগ্রহের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সংগ্রহীত পুঁথি থেকে উপকরণ নিয়ে তিনি ‘বঙ্গভাষা ও সাহিত্য’ রচনা করেন, যা বাংলা সাহিত্যের প্রথম সুশৃঙ্খল ও বিশদ ইতিহাসগ্রন্থ।
তার আরও একটি বিশিষ্ট গবেষণামূলক রচনা হলো ‘বঙ্গসাহিত্য পরিচয়’ (১৯১৪)।
তিনি ‘মৈমনসিংহ-গীতিকা’ (১৯২৩) ও ‘পূর্ববঙ্গ গীতিকা’ (১৯২৬) সম্পাদনা করে আন্তর্জাতিক খ্যাতিও অর্জন করেন।
দীনেশচন্দ্র সেনের মৃত্যু হয় ১৯৩৯ সালের ২০ নভেম্বর বেহালায়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
মোহাম্মদ মোজাম্মেল হক রচিত গদ্যগ্রন্থ-
Created: 1 week ago
A
কুসুমাঞ্জলি
B
অপূর্বদর্শন
C
মহর্ষি - মনসুর
D
জোহরা
মোহাম্মদ মোজাম্মেল হক
-
তিনি ছিলেন কবি ও সাংবাদিক।
-
জন্ম: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রামে।
-
তিনি বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক 'কাব্যকণ্ঠ' উপাধি লাভ করেন।
-
তিনি মোজাম্মেল হক লহরী (১৮৯৯), মোসলেম ভারত (১৯২০) এবং শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ
-
কুসুমাঞ্জলি
-
অপূর্বদর্শন
-
হযরত মুহাম্মদ
-
জাতীয় ফোয়ারা
তাঁর রচিত উপন্যাস
-
জোহরা
-
দরাফ খান গাজী
তাঁর রচিত গদ্যগ্রন্থ
-
ফেরদৌসী-চরিত
-
মহর্ষি-মনসুর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
প্রবোধচন্দ্রিকা” গ্রন্থটির রচয়িতা কে?
Created: 1 week ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
মনোএল দা আস্সুম্পসাঁউ
C
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
D
উইলিয়াম কেরী
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
তিনি উনিশ শতকের একজন বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ ও লেখক ছিলেন।
-
জন্ম: তৎকালীন ওড়িষা প্রদেশের মেদিনীপুর জেলা।
-
নাটোর রাজবাড়ির দরবারে লেখাপড়া করে তিনি একজন উচ্চমানের সংস্কৃত পণ্ডিতে পরিণত হন।
-
বাংলা গদ্যের প্রাথমিক যুগে তিনি প্রধান লেখক এবং উনিশ শতকের প্রথম শ্রেষ্ঠ বাংলা গদ্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন।
-
উইলিয়াম কেরীর সুপারিশে ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পণ্ডিত নিযুক্ত হন।
-
এছাড়াও তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ‘জজ-পণ্ডিত’ হিসেবেও দায়িত্ব পালন করেন।
-
ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে সর্বাধিক গ্রন্থের রচয়িতাহিসেবে তিনি বিশেষভাবে উল্লেখযোগ্য।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ
-
বত্রিশ সিংহাসন
-
রাজাবলী
-
হিতোপদেশ
-
বেদান্তচন্দ্রিকা
-
প্রবোধচন্দ্রিকা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago