A
উপন্যাস
B
আত্মজীবনী
C
প্রবন্ধ
D
গল্প
উত্তরের বিবরণ
’উদাসীন পথিকের মনের কথা’
-
এটি মশাররফ হোসেনের রচিত একটি আত্মজীবনীমূলক রচনা।
-
তিনি ‘উদাসীন পথিক’ ছদ্মনামে এটি রচনা করেন।
-
গ্রন্থটিতে তিনি নিজের ব্যক্তিগত জীবনের পটভূমিতে পারিবারিক ইতিহাস ও সমসাময়িক বাস্তব ঘটনার চিত্র উপস্থাপন করেছেন।
মীর মশাররফ হোসেন
-
মীর মশাররফ হোসেন ছিলেন একজন ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।
-
তিনি ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন।
-
ছাত্রাবস্থায় তিনি সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
-
তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকা সম্পাদনা করেন।
-
তিনি ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী এবং উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
তাঁর রচিত নাটক
-
বসন্তকুমারী
-
জমীদার দর্পণ
-
বেহুলা গীতাভিনয়
-
টালা অভিনয়
তাঁর রচিত উপন্যাস
-
বিষাদ-সিন্ধু
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
”বিন্দু-বিসর্গ” কী ধরনের রচনা?
Created: 1 week ago
A
গল্প
B
আত্মজীবনী
C
কাব্য
D
উপন্যাস
‘বিন্দু-বিসর্গ’
‘বিন্দু-বিসর্গ’ নীলিমা ইব্রাহিম রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ।
নীলিমা ইব্রাহিম
-
তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী।
-
১৯২১ সালের ১১ অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
-
নীলিমা ইব্রাহিম বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ ও নারী-উন্নয়ন সংস্থা এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
তাঁর রচিত উপন্যাস
-
বিশ শতকের মেয়ে
-
এক পথ দুই বাঁক
-
কেয়াবন সঞ্চারিণী
-
বহ্নিবলয় ইত্যাদি
তাঁর রচিত প্রবন্ধ-গবেষণা
-
শরৎ প্রতিভা
-
বাংলার কবি মধুসূদন
-
ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলার নাটক
-
বাঙালী মানস ও বাংলা সাহিত্য
-
অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভস্মাচ্ছাদিত কন্যা আমি
-
আমি বীরাঙ্গনা বলছি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago