A
শব্দ
B
বর্ণ
C
ধ্বনি
D
অক্ষর
উত্তরের বিবরণ
ভাষা ও তার উপাদান
-
সংজ্ঞা: বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
-
ভাষার ক্ষুদ্রতম একক: ধ্বনি
-
ধ্বনি ভাষার মূল উপাদান।
-
ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়।
-
-
ধ্বনির লিখিত রূপ: বর্ণ
-
ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
-
-
ভাষার মৌলিক উপাদান: শব্দ
-
শব্দের ক্ষুদ্রতম অংশ: অক্ষর
-
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ

0
Updated: 1 week ago
'হয়' শব্দে কোন দ্বিস্বরধ্বনি ব্যবহৃত হয়েছে?
Created: 1 week ago
A
অই্
B
অএ্
C
অও্
D
আই্
• দ্বিস্বরধ্বনি:
পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়।
উদাহরণ: 'লাউ' শব্দে [আ] (পূর্ণ স্বর) + [উ্] (অর্ধস্বর) = [আউ্]
দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
-
[আই্]: তাই, নাই
-
[এই্]: সেই, নেই
-
[আও্]: যাও, দাও
-
[আএ্]: খায়, যায়
-
[উই্]: দুই, রুই
-
[অএ্]: নয়, হয়
-
[ওউ্]: মৌ, বউ
-
[ওই্]: কৈ, দই
-
[এউ্]: কেউ, ঘেউ

0
Updated: 1 week ago
কোনটি দন্ত্য ধ্বনি?
Created: 4 days ago
A
ণ
B
প
C
ত
D
চ
দন্ত্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলে। তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

0
Updated: 4 days ago
বাগযন্ত্রের অংশ কোনটি?
Created: 1 month ago
A
স্বরযন্ত্র
B
ফুসফুস
C
দাঁত
D
উপরের সবকটি
বাগ্যন্ত্র: ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্যন্ত্র বলে।
মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগ্যন্ত্রের অন্তর্ভূক্ত।
বাগ্যন্ত্রের অংশসমূহ হলো:
১. ফুসফুস,
২. শ্বাসনালি,
৩. স্বরযন্ত্র,
৪. জিভ,
৫. আলজিভ,
৬. তালু,
৭. মূর্ধা,
৮. দন্তমূল,
৯. ওষ্ঠ,
১০. নাসিকা
১১. দাঁত ইত্যাদি।

0
Updated: 1 month ago