A
কর্মকারক
B
কর্তৃকারক
C
করণকারক
D
অপাদান কারক
উত্তরের বিবরণ
কর্তৃকারক
-
সংজ্ঞা: বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
-
পরীক্ষা করার উপায়: ক্রিয়াকে ‘কে/কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
উদাহরণ:
-
পাগলে কি না বলে (কে বলে) → কর্তৃকারক = সপ্তমী বিভক্তি
-
ছাগলে কি না খায় (কে খায়) → কর্তৃকারক = সপ্তমী বিভক্তি
-
বুলবুলিতে ধান খেয়েছে (কে খেয়েছে) → কর্তৃকারক = সপ্তমী বিভক্তি
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 week ago