সাধারণ অতীত:
অতীত কালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বোঝায়, তাকে সাধারণ অতীত কাল বলে।
উদাহরণ:
তারা সেখানে হাটতে গেল।
তখন বাতিটা জ্বলে উঠল।
ঘটমান অতীত:
যে ক্রিয়া অতীত কালে চলছিল বোঝায়, তাকে ঘটমান অতীত কাল বলে।
উদাহরণ:
আমরা তখন বই পড়ছিলাম।
তারা মাঠে খেলছিল।
পুরাঘটিত অতীত:
অতীতের যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং পরে আরো কিছু ঘটনা ঘটেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।
উদাহরণ:
বৃষ্টি শেষ হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছেছিলাম।
খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে।
নিত্য অতীত:
অতীত কালে প্রায়ই ঘটতো এমন বোঝালে নিত্য অতীত কাল হয়।
উদাহরণ:
খুব সকালে ঘুম থেকে উঠতাম।
তারা সাগরের তীরে দাঁড়াতেন।
তিনি রোজ সকালে বাগানে পানি দিতেন।