A
পানি
B
নীর
C
তোয়
D
জলধর
উত্তরের বিবরণ
অম্বু’ শব্দের সমার্থক শব্দ
-
পানি, জল, নীর, সলিল, অপ্, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।
‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ
-
বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।
উৎস:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago
‘হাতি’-এর সমার্থক শব্দ কোনটি?
Created: 4 weeks ago
A
কুন্তল
B
ফণী
C
তনু
D
কর
'হাতি' এর সমার্থক শব্দ গজ, দন্তী, দ্বিপ, হস্তী, করী, বৃংগল, নশ, বারণ, কুঞ্জর ইত্যাদি।

0
Updated: 4 weeks ago
‘বৃক্ষ’ শব্দের সর্মাথক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
কলাপী
B
নীরধি
C
বিটপী
D
অবনি
সমার্থক শব্দের উদাহরণ
-
‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ: গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
-
‘ময়ূর’ শব্দের সমার্থক শব্দ: কলাপী।
-
‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ: নীরধি।
-
‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: অবনি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
'মরুৎ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
মাটি
B
পর্বত
C
বাতাস
D
পৃথিবী
• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, প্রভঞ্জন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 week ago