A
নারিকেল
B
খেজুর
C
সুপারি
D
ঝাউ
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলাম ও “চক্রবাক” কাব্যগ্রন্থ
-
কাজী নজরুল ইসলাম রচিত চক্রবাক কাব্যগ্রন্থের অন্যতম কবিতা: “বাতায়ন পাশে গুবাক তরুর সারি”।
-
এখানে ‘গুবাক’ শব্দের অর্থ হলো সুপারি।
-
কবিতাটি প্রেমের কাব্য।
কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
অগ্নিবীণা (কবির প্রথম কাব্যগ্রন্থ)
-
সঞ্চিতা
-
মরুভাস্কর
-
চিত্তনামা
-
ছায়ানট
-
বিষের বাশী
-
সন্ধ্যা
-
দোলন চাপা
-
জিন্জির
-
চক্রবাক
-
প্রলয়শিখা
-
ফণিমনসা
-
সর্বহারা
-
সিন্ধু হিন্দোল
-
ভাঙ্গার গান
-
ঝিঙে ফুল
-
সাম্যবাদী
গুবাক / গূবাক (বিশেষ্য)
-
সুপারি (উদাহরণ: “বিশ্বাসে গুবাক পান খান তার হাতে” – ঘনরাম চক্রবর্তী)
-
সুপারি গাছ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি অভিধান

0
Updated: 1 week ago
'অনীক' শব্দের অর্থ -
Created: 4 weeks ago
A
সূর্য
B
সমুদ্র
C
যুদ্ধক্ষেত্র
D
সৈনিক
‘অনীক’ শব্দের অর্থ - সৈনিক বা সেনাবাহিনী।
• অনীক (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √অন্+ঈক
অর্থ:
- যুদ্ধ।
- সেনাবাহিনী।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 4 weeks ago
Ballad কি?
Created: 1 month ago
A
লোকগীতি
B
লোকগাথা
C
গীতিকা
D
গাথা
‘Ballad’ শব্দটি বাংলা ভাষায় পরিচিত ‘গাথা’ হিসেবে, যা সাধারণত বীরত্বগাথা বা লোকমুখে প্রচলিত কাহিনিনির্ভর কবিতা বোঝায়।
অন্যদিকে, ‘Folksong’ এর বাংলা প্রতিশব্দ হলো ‘লোকগীতি’, যা সাধারণ মানুষের জীবন ও অনুভূতির প্রতিফলন ঘটায় সুর ও ছন্দে।
এই ধরনের আরও কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
-
Elegy – শোককবিতা
-
Satire – ব্যঙ্গরচনা
-
Farce – প্রহসন
-
Belle Lettres – রম্যরচনা
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।

0
Updated: 1 month ago
'কুবলয়' শব্দের অর্থ কী?
Created: 1 week ago
A
কবুতর
B
ময়ূর
C
পদ্ম
D
অগ্নি
‘কুবলয়’ এবং ‘পদ্ম’ সম্পর্কিত শব্দ
১. কুবলয় (বিশেষ্য পদ)
-
ভাষা: সংস্কৃত
-
অর্থ: নীলপদ্ম, পদ্ম, নলিনী, উৎপল
২. পদ্ম শব্দের সমার্থক শব্দ
-
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ
সূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago