A
অত্যাদিক
B
অত্বাধিক
C
অত্যধিক
D
অত্তাতিক
উত্তরের বিবরণ
শব্দ: অত্যধিক
-
শুদ্ধ বানান: অত্যধিক
-
শব্দের ধরন: বিশেষণ
-
উৎস: সংস্কৃত
-
অর্থ: অত্যন্ত বেশি; প্রয়োজনের অতিরিক্ত
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago
নিচের কোন বানানটি প্রমিত?
Created: 2 weeks ago
A
কঙ্কন
B
কনকন
C
কঙ্কণ
D
কনকণ
• ণ-ত্ব বিধান:
তৎসম শব্দের বানানে ণ-ত্ব বিধান মেনে চলা আবশ্যক।
উদাহরণ: মাণিক্য, গণ, লবণ, বেণু, কঙ্কণ, কল্যাণ, শোণিত, মণি ইত্যাদি।
• অতৎসম বা বিদেশি শব্দে:
এ ধরনের শব্দে ণ-এর পরিবর্তে ন ব্যবহার করা হয়।
উদাহরণ: অঘ্রান, কান, গুনতি, ঝরনা, ইরান, কুরান ইত্যাদি।
উৎস: প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি অভিধান।

0
Updated: 2 weeks ago
কোন বানানটি শুদ্ধ নয়?
Created: 4 weeks ago
A
দরিদ্রতা
B
উপযোগিতা
C
শ্রদ্ধাঞ্জলি
D
উর্দ্ধ
অশুদ্ধ বানান: উর্দ্ধ
• শুদ্ধ বানান: ঊর্ধ্ব।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উপরের দিক;
- উপরিভাগ;
- উচ্চতা।
• দরিদ্রতা, উপযোগিতা ও শ্রদ্ধাঞ্জলি শব্দের বানানগুলো শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 4 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
মুমুর্ষু
B
মুমূর্ষু
C
মূমুর্ষু
D
মূমূর্ষূ
মুমূর্ষু (বিশেষণ)
-
সংস্কৃত থেকে নেয়া একটি শব্দ।
অর্থ:
-
মৃত্যুর শেষ সীমায় থাকা; জীবন-মরণ যুদ্ধরত।
-
মরণাপন্ন অবস্থা।
-
প্রাণশক্তিহীন, প্রায় মৃত্যুবরণকারী।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 1 month ago