কোন বানানটি শুদ্ধ?
A
অত্যাদিক
B
অত্বাধিক
C
অত্যধিক
D
অত্তাতিক
উত্তরের বিবরণ
শব্দ: অত্যধিক
-
শুদ্ধ বানান: অত্যধিক
-
শব্দের ধরন: বিশেষণ
-
উৎস: সংস্কৃত
-
অর্থ: অত্যন্ত বেশি; প্রয়োজনের অতিরিক্ত
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
নিচের কোনটি প্রমিত বানান নয়?
Created: 2 months ago
A
তৃণ
B
অগ্নিষাৎ
C
ভাষণ
D
উষ্ণ
প্রমিত বাংলা বানান ও ণ-ত্ব / ষ-ত্ব বিধান
১. প্রমিত বানান
-
অগ্নিষাৎ → প্রমিত নয়।
-
সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদে সাধারণত ষ নয়।
উদাহরণ:-
অগ্নিসাৎ
-
ধূলিসাৎ
-
ভূমিসাৎ
-
২. ণ-ত্ব বিধান
-
ঋ, র, ষ এর পরে মূর্ধন্য ‘ণ’ হয়।
উদাহরণ:-
ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি
-
৩. মূল নিয়ম
-
তৎসম/সংস্কৃত শব্দে ঋ, র, ষ এর পরে ‘ণ’ লেখা হয়।
-
সমাস বা বিদেশি/দেশি শব্দে এই বিধান প্রয়োগ হয় না।

0
Updated: 2 months ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
অনির্বাচ্চ
B
অনিবাচ্য
C
অনিবার্চ্য
D
অনির্বাচ্য
শব্দ: অনির্বাচ্য
-
পদ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত
-
অর্থ:
-
বাক্যে প্রকাশ করা যায় না এমন
-
বর্ণনার অতীত
-
নির্বাচনের অযোগ্য
পদ: বিশেষণ
উৎপত্তি: সংস্কৃত
অর্থ:
-
বাক্যে প্রকাশ করা যায় না এমন
-
বর্ণনার অতীত
-
নির্বাচনের অযোগ্য
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
নিচের কোনটি প্রমিত বানান?
Created: 2 days ago
A
ত্রিবেণি
B
চণ্ডালিক
C
বিদ্যান
D
উৎকর্ষতা
বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে, সঠিক বানান ও অর্থ নির্ধারণ ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করে। নিচে কিছু শব্দের শুদ্ধ-অশুদ্ধ রূপ ও তাদের অর্থ দেওয়া হলো—
-
সঠিক বানান: ত্রিবেণি
অর্থ: গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীত্রয়ের সংগমস্থল, অর্থাৎ প্রয়াগ।
অন্যদিকে, নিচের শব্দগুলোর শুদ্ধ ও অশুদ্ধ রূপ—
-
অশুদ্ধ: চণ্ডালিক শুদ্ধ: চণ্ডালিকা
-
অশুদ্ধ: বিদ্যান শুদ্ধ: বিদ্বান
-
অশুদ্ধ: উৎকর্ষতা শুদ্ধ: উৎকর্ষ

0
Updated: 2 days ago