A
আশা
B
ব্র্যাক
C
বার্ড
D
বর্ণিত সবগুলো
উত্তরের বিবরণ
স্যার ফজলে হাসান আবেদ
-
জন্ম: ২৭ এপ্রিল ১৯৩৬, হবিগঞ্জের বানিয়াচং গ্রামে।
-
মৃত্যু: ২০ ডিসেম্বর ২০১৯।
-
পরিচিতি: বিশ্বের অন্যতম বৃহৎ এনজিও ব্র্যাক (BRAC)-এর প্রতিষ্ঠাতা।
ব্র্যাক প্রতিষ্ঠা ও লক্ষ্য
-
শরণার্থীদের সহায়তায় উত্তর-পূর্বাঞ্চলে ব্র্যাক গড়ে তোলেন।
-
লক্ষ্য ছিল দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচন।
-
ব্র্যাক বর্তমানে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার বহু দেশে শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে কাজ করছে।
সম্মাননা ও স্বীকৃতি
-
২০১০: প্রথম বাংলাদেশি হিসেবে ব্রিটিশ নাইট উপাধি (Knight Commander of St. Michael and St. George)।
-
২০২৫: সমাজসেবায় অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার।
-
সম্মানসূচক ডিগ্রি:
-
প্রিন্সটন ইউনিভার্সিটি – ডক্টর অব লজ (২০১৪)
-
অক্সফোর্ড ইউনিভার্সিটি – ডক্টর অব লেটার্স (২০০৯)
-
কলাম্বিয়া ইউনিভার্সিটি – ডক্টর অব লজ (২০০৮)
-
ইয়েল ইউনিভার্সিটি – ডক্টরেট অব হিউমেন লেটার্স (২০০৭)
-
সংশ্লিষ্ট ব্যক্তিত্ব
-
আশা এনজিওর প্রতিষ্ঠাতা: সফিকুল হক চৌধুরী।
-
কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাতা: ড. আখতার হামিদ খান।

0
Updated: 1 week ago
সাউথ কমিশনের চেয়ারম্যন-
Created: 3 months ago
A
জেনারেল সুহার্তো
B
রবার্ট মুগাবে
C
জুলিয়াস নায়ারে
D
ফিডেল ক্যাস্ট্রো
এটি তৎকালীন প্রশ্ন যা পরিবর্তনশীল।
❖ ‘সাউথ কমিশন’ ছিল উন্নয়নশীল দেশগুলোর অগ্রযাত্রা ও স্বার্থরক্ষায় গঠিত একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এর প্রথম চেয়ারম্যান ছিলেন তাঞ্জানিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট জুলিয়াস নায়ারে। এই কমিশনের কার্যক্রম পরবর্তীতে একটি স্থায়ী কাঠামোতে রূপান্তরিত হয় — যার নাম ‘সাউথ সেন্টার’।
সাউথ সেন্টার: একটি আন্তঃসরকারি প্রতিষ্ঠান
-
‘সাউথ সেন্টার’ হলো উন্নয়নশীল দেশগুলোর একটি আন্তঃসরকারি সংস্থা, যা ঐক্যবদ্ধভাবে তাদের নীতিগত স্বার্থ ও উন্নয়নচিন্তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য প্রতিষ্ঠিত হয়।
-
এটি ৩১ জুলাই, ১৯৯৫ সালে একটি আন্তঃসরকারি চুক্তির ভিত্তিতে গঠিত হয়।
-
এর সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে।
-
বর্তমানে এর সদস্যসংখ্যা ৫৫টি দেশ।
-
বর্তমান নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ডাঃ কার্লোস।
📚 তথ্যসূত্র: South Centre-এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 3 months ago
বাসস একটি-
Created: 3 months ago
A
সংবাদ সংস্থার নাম
B
একটি প্রেস ক্লাবের নাম
C
একটি খবরের কাগজের নাম
D
একটি বিদেশী কোম্পানির নাম
• বাসস বা বাংলাদেশ সংবাদ সংস্থা — বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা।
উল্লেখ্য, বাসস খবরের কাগজ হিসেবেও কাজ করে।
তবে, অধিক গ্রহণযোগ্য এবং প্রচলিত উত্তর হিসেবে অপশন (ক) সংবাদ সংস্থার নাম- গ্রহণ করা হয়েছে।
-------------------------
• বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস):
- বাসস বা বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা।
- এটি ১৯৭২ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ঢাকার পুরাতন পল্টনে অবস্থিত।
- ঢাকা ব্যতীত এর আরও ৮টি আঞ্চলিক কার্যালয় রয়েছে।
- বাসস ব্যতীত অন্যান্য বাংলাদেশী সংবাদ সংস্থার মধ্যে ইউএনবি, ইনা প্রভৃতি উল্লেখযোগ্য।
- পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া), এপিপি (অ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তান), এএফপি (এজেন্সি ফ্রান্স প্রেস) যথাক্রমে ভারত, পাকিস্তান ও ফ্রান্সের সংবাদ সংস্থা।
----------------------
বাংলাদেশের অন্যান্য সংবাদ সংস্থা:
• ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা):
- বাংলাদেশে প্রথম ব্যক্তি মালিকানাধীন সংবাদ সংস্থা, ১৯৭০ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর আগেই এটি পুরাদস্তুর সংবাদ সংস্থায় পরিণত হয়।
• ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি):
- বেসরকারিখাতে বাংলাদেশি একটি সংবাদ সংস্থা।
- বাংলাদেশের প্রথম ডিজিটাল সংবাদ সংস্থা হিসেবে এটি পরিচিত।
- প্রতিষ্ঠাকাল - ১৯৮৮ সালে এবং প্রতিষ্ঠাতা এনায়েত উল্লাহ খান ।
উৎস: বাসস ওয়েবসাইট, বাংলাপিডিয়া এবং সংস্থাগুলোর ওয়েবসাইট।

0
Updated: 3 months ago
জাপানের পার্লামেন্টের নাম-
Created: 3 months ago
A
ডায়েট
B
পিনসাস
C
নেসেট
D
শুরা
জাপানের আইনসভার নাম ডায়েট।
জাপান:
- জাপানের পূর্বনাম নিপ্পন।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
- জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর টোকিও।
- জাপানের আইনসভার নাম ডায়েট।
- জাপানের প্রধান দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ হনসু।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
- পতাকায় সাদা পটভূমির উপর মাঝে লাল চাকতি (উদীয়মান সূর্যের প্রতিনিধিত্বকারী) পতাকার প্রধান বৈশিষ্ট্য।
⇒বিভিন্ন দেশের আইনসভা:
- জাতীয় সংসদ: বাংলাদেশের আইনসভা।
- সংসদ: ভারতের আইনসভা।
- সোংডু: ভুটানের আইনসভা।
- কংগ্রেস: যুক্তরাষ্ট্রের আইনসভা।
- পার্লামেন্ট: যুক্তরাজ্যের আইনসভা।
- ডেল আয়ারম্যান বা ওয়ারেখটাস: আয়ারল্যান্ডের আইনসভা।
- চেম্বার অব ডেপুটিজ: গ্রিসের আইনসভা।
- পিথু ইটার্ড: মায়ানমারের আইনসভা।
- মজলিশ: ইরানের আইনসভা।
- লয়াজিরগা: আফগানিস্তানের আইনসভা।
- মজলিস-ই-শূরা: পাকিস্তানের আইনসভা।
- নেসেট: ইসরায়েলের আইনসভা।
- ফেডারেল অ্যাসেম্বলি (স্টেট ডুমা): রাশিয়ার আইনসভা।
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
- স্টারটিং: নরওয়ের আইনসভা।
- রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা।
- আলথিং: আইসল্যান্ডের আইনসভা।
- এডুসকুন্ডা: ফিনল্যান্ডের আইনসভা।
- সাবোর: ক্রোয়েশিয়ার আইনসভা।
উৎস: i) WorldAtlas.
ii) Central Intelligence Agency (.gov).

0
Updated: 3 months ago