স্যার ফজলে হাসান আবেদ নিম্নের কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন?
A
আশা
B
ব্র্যাক
C
বার্ড
D
বর্ণিত সবগুলো
উত্তরের বিবরণ
স্যার ফজলে হাসান আবেদ
-
জন্ম: ২৭ এপ্রিল ১৯৩৬, হবিগঞ্জের বানিয়াচং গ্রামে।
-
মৃত্যু: ২০ ডিসেম্বর ২০১৯।
-
পরিচিতি: বিশ্বের অন্যতম বৃহৎ এনজিও ব্র্যাক (BRAC)-এর প্রতিষ্ঠাতা।
ব্র্যাক প্রতিষ্ঠা ও লক্ষ্য
-
শরণার্থীদের সহায়তায় উত্তর-পূর্বাঞ্চলে ব্র্যাক গড়ে তোলেন।
-
লক্ষ্য ছিল দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচন।
-
ব্র্যাক বর্তমানে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার বহু দেশে শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে কাজ করছে।
সম্মাননা ও স্বীকৃতি
-
২০১০: প্রথম বাংলাদেশি হিসেবে ব্রিটিশ নাইট উপাধি (Knight Commander of St. Michael and St. George)।
-
২০২৫: সমাজসেবায় অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার।
-
সম্মানসূচক ডিগ্রি:
-
প্রিন্সটন ইউনিভার্সিটি – ডক্টর অব লজ (২০১৪)
-
অক্সফোর্ড ইউনিভার্সিটি – ডক্টর অব লেটার্স (২০০৯)
-
কলাম্বিয়া ইউনিভার্সিটি – ডক্টর অব লজ (২০০৮)
-
ইয়েল ইউনিভার্সিটি – ডক্টরেট অব হিউমেন লেটার্স (২০০৭)
-
সংশ্লিষ্ট ব্যক্তিত্ব
-
আশা এনজিওর প্রতিষ্ঠাতা: সফিকুল হক চৌধুরী।
-
কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাতা: ড. আখতার হামিদ খান।

0
Updated: 1 month ago
বাসস একটি-
Created: 5 months ago
A
সংবাদ সংস্থার নাম
B
একটি প্রেস ক্লাবের নাম
C
একটি খবরের কাগজের নাম
D
একটি বিদেশী কোম্পানির নাম
• বাসস বা বাংলাদেশ সংবাদ সংস্থা — বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা।
উল্লেখ্য, বাসস খবরের কাগজ হিসেবেও কাজ করে।
তবে, অধিক গ্রহণযোগ্য এবং প্রচলিত উত্তর হিসেবে অপশন (ক) সংবাদ সংস্থার নাম- গ্রহণ করা হয়েছে।
-------------------------
• বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস):
- বাসস বা বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা।
- এটি ১৯৭২ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ঢাকার পুরাতন পল্টনে অবস্থিত।
- ঢাকা ব্যতীত এর আরও ৮টি আঞ্চলিক কার্যালয় রয়েছে।
- বাসস ব্যতীত অন্যান্য বাংলাদেশী সংবাদ সংস্থার মধ্যে ইউএনবি, ইনা প্রভৃতি উল্লেখযোগ্য।
- পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া), এপিপি (অ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তান), এএফপি (এজেন্সি ফ্রান্স প্রেস) যথাক্রমে ভারত, পাকিস্তান ও ফ্রান্সের সংবাদ সংস্থা।
----------------------
বাংলাদেশের অন্যান্য সংবাদ সংস্থা:
• ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা):
- বাংলাদেশে প্রথম ব্যক্তি মালিকানাধীন সংবাদ সংস্থা, ১৯৭০ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর আগেই এটি পুরাদস্তুর সংবাদ সংস্থায় পরিণত হয়।
• ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি):
- বেসরকারিখাতে বাংলাদেশি একটি সংবাদ সংস্থা।
- বাংলাদেশের প্রথম ডিজিটাল সংবাদ সংস্থা হিসেবে এটি পরিচিত।
- প্রতিষ্ঠাকাল - ১৯৮৮ সালে এবং প্রতিষ্ঠাতা এনায়েত উল্লাহ খান ।
উৎস: বাসস ওয়েবসাইট, বাংলাপিডিয়া এবং সংস্থাগুলোর ওয়েবসাইট।

0
Updated: 5 months ago
সাউথ কমিশনের চেয়ারম্যন-
Created: 5 months ago
A
জেনারেল সুহার্তো
B
রবার্ট মুগাবে
C
জুলিয়াস নায়ারে
D
ফিডেল ক্যাস্ট্রো
এটি তৎকালীন প্রশ্ন যা পরিবর্তনশীল।
❖ ‘সাউথ কমিশন’ ছিল উন্নয়নশীল দেশগুলোর অগ্রযাত্রা ও স্বার্থরক্ষায় গঠিত একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এর প্রথম চেয়ারম্যান ছিলেন তাঞ্জানিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট জুলিয়াস নায়ারে। এই কমিশনের কার্যক্রম পরবর্তীতে একটি স্থায়ী কাঠামোতে রূপান্তরিত হয় — যার নাম ‘সাউথ সেন্টার’।
সাউথ সেন্টার: একটি আন্তঃসরকারি প্রতিষ্ঠান
-
‘সাউথ সেন্টার’ হলো উন্নয়নশীল দেশগুলোর একটি আন্তঃসরকারি সংস্থা, যা ঐক্যবদ্ধভাবে তাদের নীতিগত স্বার্থ ও উন্নয়নচিন্তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য প্রতিষ্ঠিত হয়।
-
এটি ৩১ জুলাই, ১৯৯৫ সালে একটি আন্তঃসরকারি চুক্তির ভিত্তিতে গঠিত হয়।
-
এর সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে।
-
বর্তমানে এর সদস্যসংখ্যা ৫৫টি দেশ।
-
বর্তমান নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ডাঃ কার্লোস।
📚 তথ্যসূত্র: South Centre-এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 5 months ago
গ্রিনপিস কী?
Created: 5 months ago
A
জাতীয়তাবাদী সংগঠন
B
রাজনৈতিক সংগঠন
C
মানবতাবাদী সংগঠন
D
পরিবেশবাদী সংগঠন
১৯৭১ সালে পরিবেশবাদী কর্মীদের দ্বারা কানাডায় ‘গ্রিনপিস’ প্রতিষ্ঠিত হয়। এটি একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। এর মূল উদ্দেশ্য পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা করা এবং প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করা। গ্রিনপিস পৃথিবীর বন সংরক্ষণ, গ্লোবাল ওয়ার্মিং, অতিরিক্ত মাছ ধরা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যুদ্ধবিরোধী বাণিজ্যিক তিমি শিকার এবং পারমাণবিক শক্তির বিরুদ্ধে প্রচারণা চালায়। গ্রিনপিস ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫৫টি দেশজুড়ে ২৬টি স্বাধীন জাতীয়/আঞ্চলিক সংগঠনের সমন্বয়ে একটি বৈশ্বিক নেটওয়ার্ক গঠন করেছে।
উৎস: Greenpeace, উইকিপিডিয়া।

0
Updated: 5 months ago