A
ফখরুদ্দিন মুবারক শাহ
B
ইখতিয়ারউদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি
C
গিয়াসউদ্দিন মহমুদ শাহ
D
শামসুদ্দিন ইলিয়াস শাহ
উত্তরের বিবরণ
সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ
-
পরিচিতি: বাংলার সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা।
-
শাসনকাল: প্রায় ১৬ বছর (১৩৪২–১৩৫৮ খ্রি.)।
-
মৃত্যু: ১৩৫৮ খ্রিস্টাব্দে।
প্রধান অবদান
-
বাংলার উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম অঞ্চল একত্রিত করে প্রথমবারের মতো একক রাজনৈতিক সত্তা প্রতিষ্ঠা করেন।
-
তাঁর সময়ে "বাঙ্গালাহ" নামটি রাষ্ট্রীয় পরিচয় হিসেবে প্রচলিত হয়।
-
বাংলার জনগণ প্রথমবারের মতো নিজেদেরকে “বাঙালি” হিসেবে পরিচিত করে।
-
এজন্য তাঁকে ইতিহাসবিদেরা “বাঙালি জাতীয়তাবাদের জনক” বলে উল্লেখ করেছেন।
সামরিক ও রাজনৈতিক কৃতিত্ব
-
১৩৫২ খ্রি.: ফখরুদ্দিন মুবারক শাহের পুত্র ও সোনারগাঁও-এর শাসক ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে পরাজিত করেন।
-
এরপর লখনৌতি, সাতগাঁও ও সোনারগাঁও জয় করে বাংলার অখণ্ড শাসক হিসেবে স্বীকৃতি পান।
-
এই বিরল কৃতিত্ব এর আগে কোনো মুসলিম শাসক অর্জন করতে পারেননি।
উপাধি
-
ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফীফ তাঁকে
-
“শাহ-ই-বাঙ্গালাহ” (বাংলার রাজা)
-
“সুলতান-ই-বাঙ্গালাহ” (বাংলার সুলতান)
উপাধিতে ভূষিত করেন।
-

0
Updated: 1 week ago