A
তানভীর কবির
B
এহসান খান
C
রোহানি বাহারিন
D
ফজলুর রহমান খান
উত্তরের বিবরণ
ফজলুর রহমান খান (এফ. আর. খান)
-
পূর্ণ নাম: ফজলুর রহমান খান
-
জন্ম: ৩ এপ্রিল, ১৯২৯ — ঢাকা
-
মৃত্যু: ২৬ মার্চ, ১৯৮২ — জেদ্দা
-
পরিচিতি: বাংলাদেশি-আমেরিকান স্থপতি ও পুরকৌশলী, বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলীদের অন্যতম। তাঁকে বলা হয় “স্থাপত্যশিল্পের আইনস্টাইন”।
প্রধান অবদানসমূহ
-
আকাশচুম্বী ভবনের নকশা:
-
শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইলিস টাওয়ার)
-
শিকাগোর জন হ্যানকক সেন্টার
-
সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনাল
-
বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য মডেল
-
-
প্রযুক্তিগত উদ্ভাবন:
-
“Tube in Tube” পদ্ধতির উদ্ভাবক → এতে একশত তলা বা তার বেশি উঁচু ভবন স্বল্প ব্যয়ে ও অধিক স্থিতিশীলভাবে নির্মাণ করা সম্ভব হয়।
-
পেশাগত জীবন
-
১৯৫৫ সালে শিকাগো শহরের স্কিডমোর, ওউইং ও মেরিল (SOM) নামের বিখ্যাত প্রকৌশল প্রতিষ্ঠানে প্রকল্প প্রকৌশলী হিসাবে যোগদান করেন।
-
১৯৭২ সালে Engineering News Record তাঁকে “Man of the Year” ঘোষণা করে।
-
পাঁচবার স্থাপত্যশিল্পে সর্বাধিক অবদানকারী ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি পান।
-
১৯৭৪ সালে Newsweek ম্যাগাজিন তাঁকে মার্কিন স্থাপত্যের শীর্ষ ব্যক্তিত্ব হিসেবে প্রচ্ছদ কাহিনিতে স্থান দেয়।
সম্মাননা
-
১৯৯৮ → শিকাগোর সিয়ার্স টাওয়ারের পাদদেশে একটি সড়কের নামকরণ হয় “Fazlur R. Khan Way”।
-
১৯৯৯ → বাংলাদেশ সরকার তাঁকে মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান করে।
-
একইসাথে তাঁর স্মরণে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়।

0
Updated: 1 week ago
ড. মুহাম্মদ ইউনূস কত সালে স্বাধীনতা পদক লাভ করেন?
Created: 1 week ago
A
১৯৮২ সালে
B
১৯৮৭ সালে
C
১৯৮৯ সালে
D
১৯৯৮ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলি
সাধারণ জ্ঞান
বাংলাদেশীদের অর্জন
বিখ্যাত ব্যক্তিত্ব
No subjects available.
ড. মুহাম্মদ ইউনূস
-
বর্তমান বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা।
-
নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন।
-
ক্ষুদ্রঋণ (Microcredit) ব্যবস্থার জনক।
-
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
-
২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে।
-
১৯৮৭ সালে স্বাধীনতা পদক লাভ করেন।

0
Updated: 1 week ago