"এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি" এর রচয়িতা- 

Edit edit

A

জহির রায়হান 

B

গাফ্ফার চৌধুরী 

C

শামসুর রাহমান 

D

মাহবুব আলম চৌধুরী

উত্তরের বিবরণ

img

‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ — এই ঐতিহাসিক কবিতাটি রচনা করেছিলেন কবি মাহবুব-উল-আলম চৌধুরী, ভাষা আন্দোলনের এক অগ্রসেনানী। এটি বাংলা ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত প্রথম প্রতিবাদী কবিতা।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় মাতৃভাষার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পাকিস্তানি শাসকদের নির্দেশে গুলি চালানো হয়, যাতে প্রাণ হারান সালাম, রফিক, বরকতসহ আরও কয়েকজন। সেই ভয়াবহ ঘটনার প্রতিক্রিয়ায় চট্টগ্রামে শয্যাশায়ী অবস্থায় মাহবুব-উল-আলম চৌধুরী রচনা করেন আগুনঝরা কবিতা — “কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি”।

তিনি ছিলেন মাসিক ‘সীমান্ত’ পত্রিকার সম্পাদক এবং চট্টগ্রাম রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক। কবিতাটি ২২ ফেব্রুয়ারি লালদিঘি ময়দানে পাঠ করেন রাজনৈতিক কর্মী হারুনুর রশীদ। এই কবিতা কেবল শোক প্রকাশ নয় — এটি ছিল একটি প্রত্যয়দীপ্ত প্রতিবাদ, একটি ঐতিহাসিক দাবির উচ্চারণ।


কবি মাহবুব-উল-আলম চৌধুরী সম্পর্কে
মাহবুব-উল-আলম চৌধুরী ছিলেন একজন কবি, লেখক, সাংবাদিক এবং ভাষা সংগ্রামী। ভাষা আন্দোলনের প্রথম কবিতা রচনার মাধ্যমে তিনি ইতিহাসের অংশ হয়ে ওঠেন।

  • জন্ম: ৭ নভেম্বর ১৯২৭, চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে (আসাদ চৌধুরীর বাড়ি)।

  • ২১ ফেব্রুয়ারির রক্তাক্ত ঘটনার প্রেক্ষিতে তিনি ‘একুশে’ শিরোনামে রচনা করেন বিখ্যাত কবিতা “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি”, যা এখন ভাষা আন্দোলনের প্রতীক হয়ে আছে।


কবিতার নির্বাচিত অংশ:
"এখানে যারা প্রাণ দিয়েছে
রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়
যেখানে আগুনের ফুলকির মতো
এখানে-ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ
সেখানে আমি কাঁদতে আসিনি।

আজ আমি শোকে বিহ্বল নই
আজ আমি ক্রোধে উন্মত্ত নই
আজ আমি প্রতিজ্ঞায় অবিচল।

যে শিশু আর কোনোদিন তার
পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার
সুযোগ পাবে না..."


তথ্যসূত্র:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
২) বাংলাপিডিয়া



Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD