বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে- 

A

জামালগঞ্জে 

B

জকিগঞ্জে 

C

বিজয়পুরে 

D

রানীগঞ্জে

উত্তরের বিবরণ

img

  1. বড়পুকুরিয়া (দিনাজপুর),

  2. জামালগঞ্জ (জয়পুরহাট),

  3. খালাশপীর (রংপুর),

  4. ফুলবাড়ী (দিনাজপুর),

  5. দীঘিপাড়া (দিনাজপুর)।

উল্লিখিত এই পাঁচটি ক্ষেত্রেই বর্তমানে আনুমানিক ৩৩০০ মিলিয়ন মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে।

🔹 অপরদিকে, পীট বা জৈব কয়লার উপস্থিতি লক্ষ্য করা গেছে নিম্নোক্ত জেলাগুলোতে—

  • ফরিদপুর

  • খুলনা

  • সিলেট

  • ব্রাহ্মণবাড়িয়া

  • ময়মনসিংহ

🔹 বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসকে প্রধান খনিজ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। এখন পর্যন্ত আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি। সর্বশেষ যুক্ত হওয়া গ্যাসক্ষেত্রটি হলো ইলিশা (পাবনায় অবস্থিত)।

➤ দেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে।
➤ সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র।
➤ সমুদ্র উপকূলে অবস্থিত দুটি গ্যাসক্ষেত্র হলো সাঙ্গু ও কুতুবদিয়া।

🔹 অতিরিক্তভাবে, চীনামাটির (Kaolin) খনি আবিষ্কৃত হয়েছে নেত্রকোনা জেলার বিজয়পুর এলাকায়।

তথ্যসূত্র: খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বাংলাদেশ)।

Unfavorite

0

Updated: 3 months ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD