A
জামালগঞ্জে
B
জকিগঞ্জে
C
বিজয়পুরে
D
রানীগঞ্জে
উত্তরের বিবরণ
• বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে- জামালগঞ্জে।
-------------------------
• খনিজ সম্পদ কয়লা ও বাংলাদেশ:
- বাংলাদেশে দ্বিতীয় প্রধান খনিজ পদার্থ - কয়লা।
- বাংলাদেশে এ যাবৎকাল পর্যন্ত আবিষ্কৃত প্রধান কয়লার খনি - পাঁচটি।
- সেগুলোর মধ্যে,
বড়পুকুরিয়া (দিনাজপুর),
-
জামালগঞ্জ (জয়পুরহাট),
-
খালাশপীর (রংপুর),
-
ফুলবাড়ী (দিনাজপুর),
-
দীঘিপাড়া (দিনাজপুর)।
উল্লিখিত এই পাঁচটি ক্ষেত্রেই বর্তমানে আনুমানিক ৩৩০০ মিলিয়ন মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে।
🔹 অপরদিকে, পীট বা জৈব কয়লার উপস্থিতি লক্ষ্য করা গেছে নিম্নোক্ত জেলাগুলোতে—
-
ফরিদপুর
-
খুলনা
-
সিলেট
-
ব্রাহ্মণবাড়িয়া
-
ময়মনসিংহ
🔹 বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসকে প্রধান খনিজ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। এখন পর্যন্ত আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি। সর্বশেষ যুক্ত হওয়া গ্যাসক্ষেত্রটি হলো ইলিশা (পাবনায় অবস্থিত)।
➤ দেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে।
➤ সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র।
➤ সমুদ্র উপকূলে অবস্থিত দুটি গ্যাসক্ষেত্র হলো সাঙ্গু ও কুতুবদিয়া।
🔹 অতিরিক্তভাবে, চীনামাটির (Kaolin) খনি আবিষ্কৃত হয়েছে নেত্রকোনা জেলার বিজয়পুর এলাকায়।
তথ্যসূত্র: খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বাংলাদেশ)।

0
Updated: 2 months ago