y = 5 এবং x = 3y + 2 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?
A
(17, 5)
B
(9, 5)
C
(12, 5)
D
(6, 5)
উত্তরের বিবরণ
প্রশ্ন: y = 5 এবং x = 3y + 2 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?
সমাধান:
y = 5 ...... (1)
x = 3y + 2 ........ (2)
(1) নং সমীকরণ হতে পাই,
y = 5
(2) নং সমীকরণে y এর মান বসিয়ে পাই,
x = 3 × 5 + 2
বা, x = 15 + 2
∴ x = 17
∴ সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক = (17, 5).

0
Updated: 1 month ago
দুইটি বৃত্তের ব্যসার্ধের অনুপাত ৩ : ২ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
Created: 1 month ago
A
৯ : ৪
B
২ : ৩
C
৪ : ৯
D
২ : ৯
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যসার্ধের অনুপাত ৩ : ২ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
সমাধান:
ধরি,
বৃত্ত দুইটির ব্যসার্ধ ৩x একক এবং ২x একক
∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(৩x)২ : π(২x)২
= ৯πx২ : ৪πx২
= ৯ : ৪
∴ বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত হবে = ৯ : ৪ ।

0
Updated: 1 month ago
দুটি রেখাকে সমান্তরাল বলা হবে কোন শর্তে?
Created: 1 month ago
A
তারা যদি বক্ররেখা হয়
B
তারা যদি বিভিন্ন সমতলে অবস্থান করে
C
তারা যদি একে অপরকে ছেদ করে
D
তারা যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে
প্রশ্ন:
দুটি রেখাকে সমান্তরাল বলা হবে কোন শর্তে?
সমাধান:
সমান্তরাল রেখা (Parallel Line):
-
দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তবে তাদেরকে সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত:
-
দুটি রেখা একই সমতলে থাকবে।
-
এদের যে কোনো দিকে যতটা খুশি বাড়ালেও একই অপরকে ছেদ করবে না।
-
দুটি সরলরেখার মাঝখানের লম্ব সবসময় সমান থাকবে।
অতিরিক্ত বৈশিষ্ট্য:
-
দুই বা ততোধিক সরলরেখা যদি একটি সরলরেখার উপর লম্ব হয়, তাহলে তারা পরস্পর সমান্তরাল।
-
একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটি রেখার উপর লম্ব হলে, এটি অপরটির উপরও লম্ব হয়।

0
Updated: 1 month ago
কোনো বৃত্তের পরিধি 44 সে.মি. হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
Created: 3 weeks ago
A
3 সে.মি.
B
7 সে.মি.
C
9.12 সে.মি.
D
11 সে.মি.
প্রশ্ন: কোনো বৃত্তের পরিধি 44 সে.মি. হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের পরিধি = 44 সে.মি.
প্রশ্নমতে,
2πr = 44
⇒ r = 44/2π
⇒ r = 44/{2 × (22/7)}
⇒ r = (44 × 7)/(2 × 22)
⇒ r = 7
∴ বৃত্তটির ব্যাসার্ধ = 7 সে.মি.

0
Updated: 3 weeks ago