A
১০ টি
B
১২ টি
C
১৪ টি
D
১৬ টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৭ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?
সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে, কর্ণের সংখ্যা = {n × (n - ৩)}/২
= ৭ × (৭ - ৩)/২
= ৭ × (৪/২)
= ৭ × ২
= ১৪ টি।

0
Updated: 1 week ago
y = 5 এবং x = 3y + 2 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?
Created: 1 week ago
A
(17, 5)
B
(9, 5)
C
(12, 5)
D
(6, 5)
প্রশ্ন: y = 5 এবং x = 3y + 2 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?
সমাধান:
y = 5 ...... (1)
x = 3y + 2 ........ (2)
(1) নং সমীকরণ হতে পাই,
y = 5
(2) নং সমীকরণে y এর মান বসিয়ে পাই,
x = 3 × 5 + 2
বা, x = 15 + 2
∴ x = 17
∴ সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক = (17, 5).

0
Updated: 1 week ago
কোন বিন্দুর স্থানাঙ্ক (x, y) হলে, মূল বিন্দুর দূরত্ব কত?
Created: 1 week ago
A
√x + y
B
√(x2 + y2)
C
√(x + y)2
D
x + y
প্রশ্ন: কোন বিন্দুর স্থানাঙ্ক (x, y) হলে, মূল বিন্দুর দূরত্ব কত?
সমাধান:
মূল বিন্দুর স্থানাঙ্ক = (0, 0)
একটি বিন্দু (x, y)
∴ দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব = √{(x - x1)2 + (y - y1)2}
= √{(x - 0)2 + (y - 0)2}
= √(x2 + y2)

0
Updated: 1 week ago
দুটি রেখাকে সমান্তরাল বলা হবে কোন শর্তে?
Created: 6 days ago
A
তারা যদি বক্ররেখা হয়
B
তারা যদি বিভিন্ন সমতলে অবস্থান করে
C
তারা যদি একে অপরকে ছেদ করে
D
তারা যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে
প্রশ্ন:
দুটি রেখাকে সমান্তরাল বলা হবে কোন শর্তে?
সমাধান:
সমান্তরাল রেখা (Parallel Line):
-
দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তবে তাদেরকে সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত:
-
দুটি রেখা একই সমতলে থাকবে।
-
এদের যে কোনো দিকে যতটা খুশি বাড়ালেও একই অপরকে ছেদ করবে না।
-
দুটি সরলরেখার মাঝখানের লম্ব সবসময় সমান থাকবে।
অতিরিক্ত বৈশিষ্ট্য:
-
দুই বা ততোধিক সরলরেখা যদি একটি সরলরেখার উপর লম্ব হয়, তাহলে তারা পরস্পর সমান্তরাল।
-
একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটি রেখার উপর লম্ব হলে, এটি অপরটির উপরও লম্ব হয়।

0
Updated: 6 days ago